12.8 C
London
Tuesday, May 30, 2023
Homeদেশের দশদিকNagaland: হর্নবিল ফেস্টিভ্যালের মাঝেই রক্তাক্ত নাগাভূমি, রক্ষীদের গুলিতে নাগরিকরা মৃত

Latest Posts

Nagaland: হর্নবিল ফেস্টিভ্যালের মাঝেই রক্তাক্ত নাগাভূমি, রক্ষীদের গুলিতে নাগরিকরা মৃত

- Advertisement -

News Desk: বিশ্ববিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালের মাঝেই আগেই রক্তাক্ত নাগাভূমি। রক্ষীদের গুলিতে নাগরিকরা মৃত। নাগাল্যান্ড সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছে। কমপক্ষে ১৩ জন মৃত। অসমর্থিত সূত্রে খবর, তিন জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল মন জেলা।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বিবৃতি দিয়ে জানান, ভুলবশত গুলি চলেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

- Advertisement -

বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালের মাঝে রক্তাক্ত নাগাভূমি। ১-১০ ডিসেম্বর এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন উৎসব। নাগা উপজাতিদের এই উৎসব চলছে রাজ্য জুড়ে। তার মধ্যেই মন জেলায় ঘটল রক্তাক্ত ঘটনা।

সূত্রের খবর, নিরাপত্তা রক্ষীরা গুলি চালায় মন জেলার তুরি গ্রামে। ভোরে ওই গ্রামবাসীরা গাড়ি ধরার জন্য এসেছিলেন। গুলিতে ঘটনাস্থলেই অধিকাংশ মারা যান। এরপর গ্রামবাসীরা হামলা করেন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে নাগা জঙ্গি সংগঠন NSCN (K) যখন তখন প্রত্যাঘাত করতে পারে বলে আশঙ্কা।

(বিস্তারিত আসছে)

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss