Farm Laws: কৃষি আইন প্রত্যাহার বিল, হুইপ জারি করল কংগ্রেস ও বিজেপি

New Delhi:  সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter season)। অধিবেশনের প্রথম দিনেই পেশ করা হবে কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার বিল। যে কারণে শাসক…

parlament

New Delhi:  সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter season)। অধিবেশনের প্রথম দিনেই পেশ করা হবে কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার বিল। যে কারণে শাসক দল বিজেপি (bjp) দলের সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। হুইপ জারি করেছে বিরোধী দল কংগ্রেসও। রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সদস্যদের ক্ষেত্রেই দুই দল এই হুইপ জারি হয়েছে।

শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (prahalad joshi) জানিয়েছেন, সোমবার অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইন প্রত্যাহারের জন্য বিল পেশ করবেন। সংসদের উভয় কক্ষে এই বিল নিয়ে আলোচনা করা হবে। লোকসভায় যাতে দলের প্রত্যেক সাংসদ উপস্থিত থাকেন সেজন্য শনিবার জোশী দলীয় সাংসদের জন্য হুইপ জারি করেন। শুক্রবার রাতেই রাজ্যসভার সাংসদদের জন্য হুইপ জারি করেছিল বিজেপি।

বিরোধী দল কংগ্রেস অবশ্য শুক্রবার রাতেই সংসদের উভয় কক্ষের সদস্যদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই হুইপ জারি করে বলেন, সোমবার রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই রাজ্যসভার সমস্ত কংগ্রেস সাংসদকে বলা হচ্ছে, তাঁরা যেন সকাল ১১টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদে উপস্থিত থাকেন।

সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর সংসদের উভয় কক্ষের প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। উল্লেখ্য, আসন্ন শীত অধিবেশনে মোদি সরকার ২৬ টি বিল পেশ করতে চলেছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল কৃষি আইন প্রত্যাহার বিল। এছাড়াও রয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ বিল। পাশাপাশি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রের মালিকানা ৫১ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করার জন্য একটি বিল পেশ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে কৃষি আইন প্রত্যাহারে সায় দেওয়া হয়। অন্যদিকে, আসন্ন শীত অধিবেশনে কিভাবে সরকার পক্ষের মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা করতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। জানা গিয়েছে, আসন্ন অধিবেশনে কংগ্রেস কৃষি আইন ছাড়াও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, মূল্যবৃদ্ধি, পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুর খেরি কাণ্ডে জড়িত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ সহ বিভিন্ন বিষয় নিয়ে সরব হবে।