রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়ায় Farm Laws প্রত্যাহার করলেন মোদী

News Desk: কৃষকদের স্বার্থের থেকেও রাজনীতি বিশেষত ভোট রাজনীতিকেই বেশি গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সে কারণেই মোদী কৃষি আইন বাতিল করলেন। শনিবার…

Anil-J-Ghanawat

News Desk: কৃষকদের স্বার্থের থেকেও রাজনীতি বিশেষত ভোট রাজনীতিকেই বেশি গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সে কারণেই মোদী কৃষি আইন বাতিল করলেন।

শনিবার এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের তৈরি করা চার সদস্যের কমিটির অন্যতম সদস্য তথা শ্বেতকারী আন্দোলনের নেতা অনিল জে ঘানাওয়াত (Anil J Ghanawat)। একই সঙ্গে ঘানাওয়াতের দাবি, কৃষি আইন বাতিল করার ফলে আগামী দিনে কৃষিক্ষেত্রে বড়সড় সংস্কারের বিষয়টি ধাক্কা খেল।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে মোদী সরকারের কৃষি আইন নিয়ে গোটা দেশজুড়ে প্রবল আন্দোলন শুরু হয়েছিল। বিষয়টি গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। কৃষি আইন নিয়ে কৃষকদের দাবি, সরকারের পাল্টা দাবি, পুরো বিষয়টি খতিয়ে দেখতে শীর্ষ আদালত (supreme Court) চার সদস্যের একটি কমিটি গঠন করে। সেই কমিটির অন্যতম সদস্য ঘানাওয়াত। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নিযুক্ত এই কমিটি নতুন কৃষি আইন নিয়ে তাদের মতামত কেন্দ্র ও সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছে।

modi farm laws withdrawal announcement

তিন কৃষি আইন বাতিল (cancel) সম্পর্কে ঘানাওয়াত শনিবার বলেন, কৃষকদের স্বার্থকে সম্পূর্ণ উপেক্ষা করলেন প্রধানমন্ত্রী। পরিবর্তে তিনি ভোটের রাজনীতিকেই প্রাধান্য দিলেন। শ্বেতকারী আন্দোলনের এই নেতা আরও বলেছেন, এখন মনে হচ্ছে সরকার তাঁদের দেওয়া রিপোর্টটি হাত দিয়ে ছুঁয়েও দেখেনি। কৃষকদের কীভাবে ভাল হবে সে বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষা করে উত্তরপ্রদেশ(utter Pradesh), পাঞ্জাব-সহ (Panjab) বিভিন্ন রাজ্যের কিভাবে ভোটে জেতা যাবে সেই বিষয়টিকে মোদী সর্বাধিক গুরুত্ব দিলেন। এটা মোদী সরকারের সবচেয়ে বড় এক নৈতিক পরাজয়। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে কৃষিক্ষেত্রে সংস্কারের সব দরজা বন্ধ হয়ে গেল।

ঘানাওয়াত আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাঁরা তিন মাস ধরে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তবেই কৃষি আইন নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টে মোদী সরকারকে তাঁরা কৃষি আইন নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। দিয়েছিলেন একাধিক সংশোধনের প্রস্তাবও। ওই পরামর্শ ছিল কৃষকদের উন্নতি সাধনের জন্য। কিন্তু সরকার সেই রিপোর্ট পড়ে না দেখে, একেবারে কৃষি আইন বাতিল করে হাত ধুয়ে ফেললেন।

এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের ফলে হয়তো কিছু সস্তা হাততালি কুড়ানো যায়, কিন্তু তাতে আখেরে দেশ তথা কৃষকদের ক্ষতি হল। কৃষকদের উন্নতি সাধনের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা পুরোপুরি বানচাল হয়ে গেল। ঘানাওয়াত এদিন তাঁদের দেওয়া রিপোর্টটি প্রকাশ করার হুমকিও দিয়েছেন।