নিউজ ডেস্ক: সেতু ভেঙে নদীতে পড়ল বাস। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাসচালক-সহ নয় জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অন্ধপ্রদেশের (Andhra Pradesh) জাল্লেরু নদীতে এই বাসটি সেতু থেকে গড়িয়ে পড়ে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে।
বুধবার দুপুরে অন্ধপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার জাঙ্গারেড্ডিগুডেম মন্ডলের জিলেরুভাগুতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ভেলেরুপাদু থেকে জাঙ্গারেড্ডিগুমের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে, অন্ধপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট অথরিটির বাসটি এদিন যখন সেতুর উপর দিয়ে যাচ্ছিল সে সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে এগিয়ে আসে একটি ট্রাক। বাসচালক ওই ট্রাকটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এরপরই বাসটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে গড়িয়ে পড়ে।
জেলার পুলিশ সুপার রাহুল দেব, জানিয়েছেন এখনও পর্যন্ত দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বাসচালকও আছেন। ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত ২৫ জন জখম হয়েছেন। অভিশপ্ত বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের অনুমান।
পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাই ওই বাসের সব যাত্রীকে উদ্ধার করেন। তবে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। বেশ কিছু যাত্রীকে বাসের জানালা ভেঙে বের করে আনেন তাঁরা। আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করায় হতাহতের সংখ্যা কিছুটা কমানো গিয়েছে
এদিনের দুর্ঘটনার খবরে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। একইসঙ্গে মৃতদের পরিবারের নিকট আত্মীয়কে এককালীন পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।