নিউজ ডেস্ক: আরও বাড়ল দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল। জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে ও আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। সূত্রের খবর, আক্রান্ত উপসর্গহীন। ফাইজারের টিকা নিয়েছিলেন তিনি। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩।
ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যে মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০-র বেশি ব্যক্তি। কল্যাণ ডোম্বিভালি পৌর কর্পোরেশনের ( Kalyan Dombivali Municipal Corporation ) প্রধান বিজয় সূর্যবংশী (Vijay Suryavanshi ) জানান, ‘সম্প্রতি ২৯৫ জন বিদেশ থেকে ফিরেছেন, তার মধ্যে ১০৯ জনের কোনও হদিশ নেই। থানের টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফিরেই নিখোঁজ।
এর মধ্যে কয়েকজনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে এবং সর্বশেষ দেওয়া অনেক ঠিকানায় গিয়ে বাড়ি বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। সমস্ত ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে কেডিএমসি (KDMC )-তে যারা ফিরেছেন তাঁদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে করোনা পরীক্ষা করতে হবে। কোভিড ফল নেগেটিভ হলেও, তাঁদের আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং নিয়ম লঙ্ঘন যাতে না হয়, তা নিশ্চিত করতে হাউজিং সোসাইটির সদস্যদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জমায়েতের উপরও নজর রাখা হয়েছে।’
সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় সেখানে ২ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রনের দুটি কেস চিহ্নিত করেছে। এঁদের মধ্যে ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে এসেছিলেন। মনে করা হচ্ছে, তিনিই করোনার এই নয়া রূপের বাহক ছিলেন। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছরের ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই ২ ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
উল্লেখ্য, ব্রিটেনে আরও ৮৬ জনের শরীরে মিলল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই নিয়ে ওই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬।