11.3 C
London
Friday, March 31, 2023
Homeদেশের দশদিকBipin Rawat: হরিদ্বারের গঙ্গার রাওয়াত ও মধুলিকার অস্থি বিসর্জন দিলেন তাঁদের দুই...

Latest Posts

Bipin Rawat: হরিদ্বারের গঙ্গার রাওয়াত ও মধুলিকার অস্থি বিসর্জন দিলেন তাঁদের দুই কন্যা

- Advertisement -

নিউজ ডেস্ক: সেনা সর্বাধিনায়ক (cds) বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মঞ্জুলিকা রাওয়াতের (manjulika) অস্থি উত্তরাখণ্ডের হরিদ্বারে (hardwar) গঙ্গায় (ganga) ভাসালেন তাঁদের দুই কন্যা। শনিবার সকালেই রাওয়াতের দুই মেয়ে কৃতিকা ও তারিণী ব্রার স্কোয়ার শ্মশান থেকে মা-বাবার অস্থি সংগ্রহ করে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেন। হরিদ্বার পৌঁছানোর পর সেখানেই হিন্দু ও রীতিনীতি মেনে বিভিন্ন ধরনের পারোলৌকিক কাজ সম্পন্ন করেন। সবশেষে মা-বাবার অস্থি গঙ্গায় বিসর্জন দেন তাঁরা।

উল্লেখ্য, গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় সস্ত্রীক রাওয়াতের মৃত্যু হয়। ওই ঘটনায় প্রাণ হারান আরও ১১ জন সেনাকর্মী। শুক্রবার সন্ধ্যাতেই দিল্লির ব্রার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। রাওয়াতের কোনও পুত্র সন্তান নেই। তাই দুই কন্যা কৃতিকা ও তারিণীই মা-বাবার মুখাগ্নি করেন। এদিন রাওয়াতের দুই কন্যার পাশে ছিলেন তাঁদের পরিবারের নিকট আত্মীয়রা।

- Advertisement -

শনিবারই আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনঙ্কেন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন। নিজের শোক বার্তায় তিনি লিখেছেন, রাওয়াতের মৃত্যু ভারত-আমেরিকা দু’দেশের পক্ষেই অপূরণীয় ক্ষতি। জেনারেল বিপিন রাওয়াত ছিলেন একজন শক্তিশালী সামরিক অফিসার। তাঁর এই অকাল প্রয়াণ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্টই উদ্বেগের।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss