16.2 C
London
Friday, June 2, 2023
Homeদেশের দশদিকTripura: ‘রাম ভক্ত’দের ভোট পরবর্তী হামলায় শিবমন্দির ভাঙার অভিযোগ

Latest Posts

Tripura: ‘রাম ভক্ত’দের ভোট পরবর্তী হামলায় শিবমন্দির ভাঙার অভিযোগ

রাজধানী আগরতলাতেও সন্ত্রস্ত পরিবেশ

- Advertisement -

News Desk: মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধেই পুরভোটের আগের দিন বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির হেভিওয়েট নেতা বিধায়ক সুদীপ রায়বর্মণ। তাঁর অভিযোগ, যেভাবে সন্ত্রাস চলছে, তাতে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা। পুর নির্বাচনে ভোট সন্ত্রাসের পরেও ত্রিপুরা (Tripura) অশান্ত। চলছে বিরোধী সিপিআইএম সহ অন্যান্য দলের প্রার্থী সমর্থকদের বাড়িতে হামলা।

বিজেপিকে ভোট না দেওয়ার কারণে ভয়াবহ হামলা চলছে ত্রিপুরায়। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা অ বিজেপি সমর্থকের ঘরে ঢুকে শিব মন্দির ভেঙেছে। ঘটনা আগরতলার। আক্রান্ত পরিবারটি বামসমর্থক। এই পরিবারের এক সদস্য পুর নির্বাচনে বামপ্রার্থী। তার নাম দেবাশিস বর্মণ হরিজন। তিনি আগরতলা পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী  

- Advertisement -

আরও পড়ুন: Tripura: ‘মহিলারা এসে সোনার হার ছিনতাই করল বুথের সামনে’

ভোট পরবর্তী হামলার ঘটনায় আরও একটি মর্মান্তিক ছবি প্রকাশ হয়েছে। বোমা হামলায় এক বাম সমর্থকের বাড়ি তছনছ। তাঁর পোষা গবাদি পশুগুলির দেহ চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন ফেলে দেয়। অভিযোগ, বিরোধী দল সিপিআইএমের উপর হামলায় জড়িত শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা।

পড়ুন: Tripura: ‘স্বামীর গলা ধরে রাস্তায় ফেলে দিল, বলল মাসিমা ভোট দেবেন না’

 হামলার ঘটনা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকার। স্থানীয় সিপিআইএম সমর্থক ইন্দ্রজিত সাহার বাড়িতে হামলা হয়। ঘর ভাঙচুর যেমন করা হয়েছে, হামলাকারীরা মেরেছে গবাদি পশুগুলিকে। উঠোনে ছজ়িয়ে আছে সেই দেহগুলি।

ভোটের আগে থেকেই হামলায় সন্ত্রস্ত ত্রিপুরা। নির্বাচন পরবর্তী পরিস্থিতি আরও চিন্তাজনক। তবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জন্মদিনের অনুষ্ঠান করার পর বলেন, রাজ্যবাসী সরকারের উপর পূর্ণ আস্থা রেখেছেন। বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ভোটে রিগিংয়ের মাস্টার মাইন্ড বিপ্লব দেব। রিগিংয়ের মাস্টার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss