Tripura: চোখ খুবলে নেওয়ার চেষ্টা, খুনের হুমকি বাম সমর্থককে, অভিযুক্ত BJP

News Desk: ত্রিপুরা (Tripura) পুর নির্বাচনের সন্ত্রাস চলছেই। ফল গণনার পর বিজেপির বিপুল জয়ের পর বিরোধী সিপিআইএম, টিএমসি ও কংগ্রেস সমর্থকদের উপর হামলা আরও বেড়েছে।…

tripura post poll violence

News Desk: ত্রিপুরা (Tripura) পুর নির্বাচনের সন্ত্রাস চলছেই। ফল গণনার পর বিজেপির বিপুল জয়ের পর বিরোধী সিপিআইএম, টিএমসি ও কংগ্রেস সমর্থকদের উপর হামলা আরও বেড়েছে।

দক্ষিণ ত্রিপুরার অমরপুর পৌর এলাকার চেলাগাং ভোট পরবর্তী হামলায় সন্ত্রস্ত। এখানেই পুর নির্বাচনে শাসক বিজেপি ও বিরোধী বামেদের ভোট লড়াইয়ে পুরসভাটি বিজেপি দখল করেছে। ফল ঘোষণার পর হামলা শুরু হয়।

চেলাগাংয়ে সিপিআইএম কর্মী চন্দ্রধন সরকারের উপর প্রাণঘাতী হামলা হয়। তার চোখ খুবলে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। অভিযোগ, শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতিদের হামলা চালায়। জখম বাম সমর্থক হাসপাতাল ভর্তি। আরও কিছু বাম সমর্থকদের বাড়িতে হামলা হয়েছে। জমির ফসল নষ্ট করা হয়েছে।

আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরাও। ফলে রাজনৈতিক পরিস্থিতি সরগরম। তবে হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক বিজেপি।

পুর নির্বাচনের ফলাফলে উঠে এসেছে, অমরপুর নগর পঞ্চায়েতে বিজেপি পায় ৬৯.১১ শতাংশ ভোট। বিরোধী সিপিআইএম পেয়েছে ২২.৫৭ শতাংশ। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫.৩৩ শতাংশ ভোট।

পুর নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস দাবি করে তারা রাজ্যে বিরোধী দল হিসেবে উঠে এসেছে। টিএমসির দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান ধরে শাসকদল জানিয়েছে টিএমসি নয়, বিরোধী হিসেবে আছে সিপিআইএম। পশ্চিমবঙ্গের শাসক দলের দাবি ভুল।