মণিপুরে সেনা কনভয়ে হামলায় দায় স্বীকার করল দু’টি জঙ্গি সংগঠন

News Desk: মণিপুরে সেনা কনভয়ের উপর একযোগে হামলা চালিয়েছে দুটি জঙ্গি সংগঠন। রবিবার সেই হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন মণিপুর পিপলস লিবারেশন আর্মি (People’s…

attack on an army convoy in Manipur

News Desk: মণিপুরে সেনা কনভয়ের উপর একযোগে হামলা চালিয়েছে দুটি জঙ্গি সংগঠন। রবিবার সেই হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন মণিপুর পিপলস লিবারেশন আর্মি (People’s Liberation Army of Manipur) ও মণিপুর নাগা পিপলস ফ্রন্ট। তবে সেনা কনভয়ে যে এক অফিসারের পরিবার থাকবে, সেটা তারা জানত না বলে দাবি ওই দুই জঙ্গি সংগঠনের।

জানা গিয়েছে, শুক্রবার মণিপুর-মায়ানমার লাগোয়া বেহাঙ্গ ফরোয়ার্ড পোস্টে গিয়েছিলেন কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী (Commanding Officer Col Biplav Tripathi)। প্রথমে সেনা কনভয়ের গতিবিধি ট্র্যাক করে জঙ্গিরা। চূড়াচন্দ্রপুরের কাছে প্রথমে গাড়ির সামনে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এরপর কনভয়ের সামনের গাড়িতে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সেই গাড়িতে ছিলেন কিউআরটি (QRT) টিমের জওয়ানরা।

গাড়িতে থাকা জওয়ানরা ঘটনাস্থলেই প্রাণ হারান। জঙ্গিদের সঙ্গে জওয়ানদের লড়াই করতে দেখে গাড়ি থেকে নেমে আসেন কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী (biplab tripathi)। তিনিও জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তবে শেষরক্ষা হয়নি। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্নেল ত্রিপাঠীর স্ত্রী এবং নাবালক ছেলের। তবে শেষ রক্তবিন্দু দিয়ে জঙ্গিদের খতম করার চেষ্টা করেন তিনি। কিন্তু আচমকাই জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়েন কর্নেল।

Ne-militants-training-base

শনিবারের এই মর্মান্তিক ঘটনায় দুখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (narendra modi) আরও অনেকে। কর্নেল ত্রিপাঠী-সহ আরও ৮ সেনার মৃত্যুতে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও (rahul Gandhi) মৃতদের পরিবারের শোক জ্ঞাপন করেছেন। কর্নেল বিপ্লব ত্রিপাঠীর আত্মত্যাগ বিফলে যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন মোদি। ঘটনার নিন্দা করে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

<

p style=”text-align: justify;”>গতও কয়েক দশকের হিংসা এবং বিচ্ছিন্নতাবাদের আগুন নিভিয়ে অনেকটাই শান্ত হয়েছে মণিপুর। কিন্তু গতকালের ঘটনায় ফের একবার চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল গোটা মণিপুরে (manipur)। শনিবারের ঘটনায় রাজ্যজুড়ে ছড়িয়েছে চাপা আতঙ্ক। পাশাপাশি জঙ্গিদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি।