VaishnoDeviMandir : কালো ধোঁয়ায় ঢেকে গেল বৈষ্ণোদেবী মন্দির চত্ব

News Desk : কালো ধোঁয়ায় ঢেকে গেল বৈষ্ণোদেবী মন্দির চত্বর । তবে বড় ক্ষতি থেকে রক্ষা পেল এলাকাবাসী ।  জম্মুর কাটরায়  বৈষ্ণোদেবী মন্দিরের যাওয়ার পথে…

News Desk : কালো ধোঁয়ায় ঢেকে গেল বৈষ্ণোদেবী মন্দির চত্বর । তবে বড় ক্ষতি থেকে রক্ষা পেল এলাকাবাসী ।  জম্মুর কাটরায়  বৈষ্ণোদেবী মন্দিরের যাওয়ার পথে হঠাৎই অগ্নিকাণ্ড।  ত্রিকুটা পাহাড় থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে জঙ্গল এলাকায় আচমকা আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। পাশাপাশি ভীত হয়ে পড়েন মন্দিরে আসা দর্শণার্থীরা।

তড়িঘড়ি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের তরফে।  আগুন নেভানোর জন্য পাঠানো হয় ফায়ার টেন্ডার । কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে মন্দিরে ভক্তদের যাত্রায় কোনওরকম সমস্যা হয়নি। 

চলতি বছর জুনেও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈষ্ণোদেবী মন্দির লাগোয়া জঙ্গল এলাকায় । তবে সেইসময়ে কোভিড  বিধি চালু থাকার কারণে ভক্তের সমাগম কম ছিল ফলে বড় কোনও বিপদ ঘটেনি ।