11.9 C
London
Thursday, March 23, 2023
Homeদেশের দশদিকপুরভোটের ফলাফল প্রকাশের পরেই কামাখ্যা দর্শনে অসমে মমতা

Latest Posts

পুরভোটের ফলাফল প্রকাশের পরেই কামাখ্যা দর্শনে অসমে মমতা

- Advertisement -

NEWS DESK: ঝটিকা সফরে অসমে (ASSAM) মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটের ফলপ্রকাশের দিনই অসমে গেলেন মুখ্যমন্ত্রী। উপলক্ষ্য, কামাখ্যা মন্দিরে পুজো ও মাতৃদর্শন। গুয়াহাটি (GUWAHATI) থেকে কামাখ্যা রওনা মুখ্যমন্ত্রীর।

পূজার্চনা সেরে ৫টায় কলকাতার উদ্দেশে রওনা তৃণমূল সুপ্রিমোর। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর জাতীয় স্তরের মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। মেঘালয়ে কংগ্রেসের ১২ জন বিধায়ককে নিয়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিয়েছেন মুকুল সাংমা। সে রাজ্যে এখন তৃণমূলই বিরোধী দল। এর আগে অসমে পঞ্চায়েত ভোটে তৃণমূল লড়াই করলেও বিশেষ সুবিধা করতে পারেনি। 

- Advertisement -

আবার অন্যদিকে, কয়েক মাস আগে কলকাতায় (KOLKATA) এসে তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন শিবসাগর কেন্দ্রের বিধায়ক অখিল গগৈ।  চলতি বছর অগস্টে অখিল নিজেই বলেছিলেন,’তৃণমূলের তিন দফায় বৈঠক হয়েছে। রাইজর দলকে তৃণমূলে মিশিয়ে দেওয়ার কথা হয়েছে। আমাকে অসম তৃণমূলের রাজ্য সভাপতি করা হবে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ মমতার নেতৃত্বেও যে তাঁর আস্থা রয়েছে সেটাও বুঝিয়ে দিয়েছিলেন অসমের বিধায়ক। স্বাভাবিকভাবেই তারপরই কলকাতা পুরভোটের ফলপ্রকাশের দিন মমতার অসমে ঝটিকা সফরের পিছনে উদ্দেশ্য কি শুধুই ক্যামাখ্য়া দর্শন নাকি রয়েছে রাজনৈতিক সমীকরণও। মুখ্যমন্ত্রীর অসমে ঝটিকা সফরের খবর প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss