Covid 19: আংশিক লকডাউনকে তুড়ি মেরে বাংলায় বাড়ছে করোনা সংক্রমণ

আংশিক লকডাউন জারি হওয়ার পরও সংক্রমণ (Covid 19) যেন কমতে চাইছেনা।  বরং প্রতিদিন লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত…

আংশিক লকডাউন জারি হওয়ার পরও সংক্রমণ (Covid 19) যেন কমতে চাইছেনা।  বরং প্রতিদিন লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪,২৮৭। করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮,২১৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা একদিনে হয়েছে ১৬,০৫৬। দৈনিক পজিটিভিটি রেট একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৮৯ শতাংশ।

আরও পড়ুন: Gangasagar: করোনা আক্রান্ত পূণ্যার্থীরা, সংক্রান্তির আগেই মেলা বন্ধের দাবি

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৫৫,০৪৬। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯,৯০১। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬,৫৭,০৩৪।‌ বাংলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮,১১১। সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ।

রাজ্যের মোট সংক্রমণের প্রায় এক তৃতীয়াংশ কলকাতায়। এই জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮,৭১২ জন। এরপরই রয়েছে একদিনে উত্তর ২৪ পরগনা। এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫,০৫৩। এছাড়া গত ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমানে ১,০০৭ জন হাওড়ায় ১,৭৪২ জন, হুগলীতে ১,২৭৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১,০৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।