KMC Election: ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়’, সাফ জানাল কমিশন

নিউজ ডেস্ক : বিরোধীদের দাবি খারিজ করে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়।’ কমিশন সূত্রে খবর, পুরভোটের প্রত্যেক বুথের তথ্যই খতিয়ে দেখা…

suvendu adhikari

নিউজ ডেস্ক : বিরোধীদের দাবি খারিজ করে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়।’ কমিশন সূত্রে খবর, পুরভোটের প্রত্যেক বুথের তথ্যই খতিয়ে দেখা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও বুথেই পুনর্নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। 

কলকাতায় পুরভোটে বিক্ষিপ্ত অশান্তি ঘটতে দেখা যায়। বোমাবাজি-ছাপ্পাভোটের একাধিক অভিযোগ আসে বিরোধীদের। রাজ্যপালের কাছে নালিশই নয়, এদিন নির্বাচন কমিশনে গিয়েও ভোটের কারচুপির অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের অফিস থেকে বেরিয়ে বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, যদি দম থাকে তাহলে ভোট বাতিল করে পুর্ননির্বাচন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধুলো মিশিয়ে দিয়েছেন।’

কেন্দ্রীয় সরকারের কোনও ল্যাবে ৬ হাজার বুথের সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক অডিট করারও দাবি জানান তিনি। এরআগে শুভেন্দু রাজ্যপালের কাছেও একই দাবি করেন। তাঁর অভিযোগ, চরম রিগিং হয়েথে। কলকাতা পুরনিগমে মাত্র ২০ শতাংশ ভোট হয়েছে। বাকি সব ভুয়ো ভোট। নির্বাচনকে প্রহসন করেছে তোলামূল পার্টি। বিরোধী দল বিজেপির অভিযোগ, বহিরাগতদের দিয়ে ভোট করিয়েছে শাসক দল। আদালতে ভিডিও দিয়ে প্রমাণ করা হবে কীভাবে রিগিং হয়েছে।

এদিকে পুরভোটে (KMC Election 2021) কলকাতায় রক্ত ঝরেছে। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও এসেছে বিভিন্ন জায়গা থেকে। খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ‘পোশাক ছিঁড়ে দেওয়া’ হয়। এলএলএ হস্টেলে ‘তালাবন্দি’ থাকতে হয় একদল বিজেপি বিধায়ককেও। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভও দেখান।