Kolkata Weather Update: বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা, উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ

নিউজ ডেস্ক : শনিবারের চেয়ে রবিবার আরও নেমেছে পারদ (Weather)। মেঘমুক্ত আকাশে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বঙ্গে ভরপুর শীতের আমেজ। রবিবাসরীয় সকালে জমিয়ে…

Kolkata winter

নিউজ ডেস্ক : শনিবারের চেয়ে রবিবার আরও নেমেছে পারদ (Weather)। মেঘমুক্ত আকাশে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বঙ্গে ভরপুর শীতের আমেজ। রবিবাসরীয় সকালে জমিয়ে ঠান্ডা উপভোগ করছেন বঙ্গবাসী। নতুন সপ্তাহের শুরুতে পারদ আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজও ঝোড়ো ব্যাটিং জারি শীতের। দেরিতে হলেও শীতের আমেজ ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। তাপমাত্রা নেমে যেতে পারে ২ ডিগ্রি পর্যন্ত। সব মিলিয়ে আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। বড়দিন থেকে টানা কয়েকদিনের ছুটি জমিয়ে উপভোগ করার সুযোগ। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের আগেই আরও বেশ খানিকটা নেমে যেতে পারে পারদ।

প্রসঙ্গত, চলতি বছরে দীর্ঘ সময় ধরে বর্ষা তার দাপট দেখিয়েছে। বর্ষার মতোই এবার একটানা বেশ কিছুদিন ব্যাটিং করবে শীতও। মরশুমের শুরু থেকেই এই পূর্বাভাস দিয়ে চলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। শুরুর কয়েকটি দিন সেই ইঙ্গিত মিললেও নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার বদল আসে। উধাও হয় শীত। গত কয়েকদিন ধরে মেঘমুক্ত আকাশ। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় কোনও বাধা নেই। তারই হাত ধরে নামছে পারদ।

শীতের দাপটে কাঁপছে উত্তর ভারত। কনকনে ঠান্ডা পড়ার পূর্বাভাস গিয়েছে আইএমডি। শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ড, রাজস্থানে। উত্তরাখণ্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কমলা সতর্কতা জারি হয়েছে রাজস্থানে। দিল্লির তাপমাত্রা ইতিমধ্যেই ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। গোটা উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ নামছে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। উত্তর প্রদেশের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।