News Desk: ওমিক্রন আতঙ্ক আরও তীব্র হচ্ছে বাংলায়। এই পরিস্থিতিতে বিমান পরিষেবার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, কেন্দ্রের তালিকা অনুযায়ী ব্রিটেনের পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক। তাই আপাতত ব্রিটেন থেকে কোনো বিমান কলকাতায় আসবেনা।
করোনা পরিস্থিতির অবনতি আটকাতে তৎপর রাজ্য। ভিন দেশ থেকে এরাজ্যে প্রবেশ করতে হলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
কেন্দ্র ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যকে চিঠি পাঠিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে এবং হাসপাতালে বেড মজুত রাখার কথাও বলা হয়েছে।