সেরে ফেলুন ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ, নইলে ভুগতে হবে নতুন বছরে

নিউজ ডেস্ক: কলকাতা : নতুন বছরের শুরুতেই যে কাজগুলি করবেন বলে ভেবে রেখেছেন তার মধ্যে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সেরে ফেলুন। কারণ বছরের শুরুতেই অর্ধেক…

নিউজ ডেস্ক: কলকাতা : নতুন বছরের শুরুতেই যে কাজগুলি করবেন বলে ভেবে রেখেছেন তার মধ্যে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সেরে ফেলুন। কারণ বছরের শুরুতেই অর্ধেক মাসের বেশি দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইতিমধ্যেই নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ছুটির তালিকা প্রকাশ করেছে ব্যাঙ্কগুলি। তাতেই দেখা গিয়েছে প্রথম মাসেই অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। কারণ এই ১৬ দিন থাকছে ছুটি। তালিকায় ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি ছাড়াও রাজ্য ভিত্তিতে স্থানীয় ছুটিও রয়েছে।

ব্যাঙ্কের ছুটির তালিকা
বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ জানুয়ারি নতুন বছরের উৎযাপন বা লাসুং উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে আইজল ও গ্যাংটকে।
৪ জানুয়ারিও ব্যাঙ্ক বন্ধ থাকবে গ্যাংটকে লাসুং পরবের জন্য।

এরপর ১১ জানুয়ারি প্রকৌশল দিবস উপলক্ষ্যে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ জানুয়ারি স্বামী বিবেকান্দের জন্মদিবস উপলক্ষ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে কলকাতায় সহ পশ্চিমবঙ্গে।
১৪ জানুয়ারি মকর সংক্রান্তি ও পোঙ্গল উপলক্ষ্যে অধিকাংশ রাজ্যেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

১৮ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে থাইপুসম উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে উত্তর পূর্বের একাধিক রাজ্যে।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সেই সঙ্গে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি যোগ হচ্ছেই। এছাড়া সাপ্তাহিক ছুটি রবিবারের দিন তো রয়েছে।