11.8 C
London
Wednesday, May 31, 2023
Homeনগর দর্পণবড়দিনের ভিড় সামলাতে নিরাপত্তার চাদরে মুড়ছে তিনটি মেট্রো স্টেশন

Latest Posts

বড়দিনের ভিড় সামলাতে নিরাপত্তার চাদরে মুড়ছে তিনটি মেট্রো স্টেশন

- Advertisement -

News Desk: মাঝে একদিন। এরপরই বড়দিনের আনন্দে মেতে উঠবে শহরবাসী।‌ রাস্তায় রাস্তায় দেখা যাবে জমায়েত। আর এই ভিড় নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে কয়েকটি মেট্রো স্টেশন চত্বরে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিট এলাকা সংলগ্ন তিনটি মেট্রো স্টেশন এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশন চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মহিলা এবং শিশুদের নিরাপত্তা দিতে থাকছে আরপিএফের বিশেষ বাহিনী। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান চত্বরে মোতায়েন করা হবে আরপিএফের মহিলা বাহিনী। সকাল ১১ টা থেকে রাতের শেষ মেট্রো পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা। এছাড়াও, কেবল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে চার সদস্যের একটি সশস্ত্র দল মোতায়েন করা হচ্ছে বলে খবর। একই নিরাপত্তা ব্যবস্থা দেখা যাবে বর্ষবরণেও।

- Advertisement -

প্রসঙ্গত উল্লেখ্য, বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে মেট্রো সংখ্যা বাড়িয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে, উৎসবের দিনে বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।‌

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss