Kolkata Weather Update: বড়দিনের আগেই কমল শীতের দাপট

নিউজ ডেস্ক: গত কয়েকদিন জাঁকিয়ে শীতের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রায় ২ ডিগ্রি বেড়ে এদিন কলকাতার তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া…

winter

নিউজ ডেস্ক: গত কয়েকদিন জাঁকিয়ে শীতের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রায় ২ ডিগ্রি বেড়ে এদিন কলকাতার তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি হতে পারে তাপমাত্রা।

গত কয়েকদিন ধরে উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহের কারণে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপট দেখা যাচ্ছে। উত্তর ভারত থেকে কনকনে ঠান্ডা বাতাস বাংলায় ঢোকার জেরে তাপমাত্রা অনেকটাই কমে যায়। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের রেশ কিছুটা কমবে। ফলে উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। তাই জাঁকিয়ে শীত কিছুটা ধাক্কা খাবে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তামপাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমানের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে ২ দিনের মধ্যেই এসব জেলায় পারদ চড়বে। উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে প্রবেশ করা উত্তুরে হাওয়া আগামী কয়েকদিনের মধ্যে বাধা পাবে। ফলে কলকাতা তথা রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা বাড়বে। তাই বড়দিনের আগে রাজ্যে শীত কিছুটা কমবে।