8.7 C
London
Wednesday, March 29, 2023
Homeজীবনচর্যাRelationships: মিলনে মিলছে না তৃপ্তি, এবার এই একটি উপকরণই শান্তি ফেরাবে সম্পর্কে

Latest Posts

Relationships: মিলনে মিলছে না তৃপ্তি, এবার এই একটি উপকরণই শান্তি ফেরাবে সম্পর্কে

- Advertisement -

অনেক সময় দাঁত ভালো রাখতেও অয়েল পুলিং-এর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু জানেন কী, শারীরিক সম্পর্কের (Relationships) সময়েও এই তেলের বিশেষ ভূমিকা রয়েছে? বেশকিছু গবেষণায় দেখা গেছে যৌনমিলনের সময় নারকেল তেল ব্যবহার করলে, যৌনমিলনের পরম তৃপ্তি উপভোগ করা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩০ শতাংশ মহিলা যৌনমিলনের সময় ব্যথা পান। তাঁদের দাবি নারকেল তেল ব্যবহার করলে ভ্যাজাইনার শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি সংবেদনশীলতা এবং উত্তেজনাও বৃদ্ধি পায়। অন্য একটি গবেষণায় দেখা গেছে গোপনাঙ্গের ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল উপকারী। তবে এক্ষেত্রে নারকেল তেল কেনার সময় তা যাতে খাঁটি হয়, সেদিকে নজর রাখতে হবে।

- Advertisement -

মহিলাদের মোনোপজের পর গোপনাঙ্গের আশেপাশের ফ্যাটি টিস্যুগুলো শুষ্ক হয়ে পরে। তাই শারীরিক সম্পর্কের সময় মহিলাদের প্রবল ব্যথা অনুভব হয়। এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করলে খুব সহজেই সেই ব্যথা থেকে দূরে থাকা যায়। এতে যৌনমিলনের আনন্দ উপভোগ করা যায়। অনেকেই বাজারে প্রচারিত লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন না, ত্বকের বিভিন্ন সমস্যার জন্য। তাঁদের ক্ষেত্রেও নারকেল তেল খুবই উপকারী। তাই এবার থেকে যৌনমিলনের সময় নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি চরম যৌন তৃপ্তিও পাওয়া যাবে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss