10.7 C
London
Thursday, March 30, 2023
HomeঅফবিটBangladesh: মরার পরে গিনেস স্বীকৃতি! সবচেয়ে ছোট গোরু রানি

Latest Posts

Bangladesh: মরার পরে গিনেস স্বীকৃতি! সবচেয়ে ছোট গোরু রানি

- Advertisement -

নিউজ ডেস্ক: মরে গেছে আগেই। তবে মরার আগে সবার নজর কেড়েছিল ক্ষুদ্রকায় গোরু রানি।২৬ কেজি ওজন আর উচ্চতা ২০ ইঞ্চি। এই আকৃতির গোরু বিশ্বে আর দেখা যায়নি। এমন দাবিকে স্বীকৃতি দিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। বাংলাদেশের (Bangladesh) রানি এখন বিশ্বের সবথেকে ক্ষুদ্রকায় গোরু। রানির বয়স হয়েছিল ২ বছর। গত ১৯ আগস্ট বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা যায়

Bangladeshi cow Rani recognized as world’s smallest

- Advertisement -

বাংলাদেশের আশুলিয়ার চারিগ্রাম এলাকার বেসরকারি সংস্থা ‘শিকড় অ্যাগ্রো’ দাবি করে তাদের সংগ্রহে থাকা একটি গোরু সবচেয়ে ছোট। তার নাম রানি। হই হই পড়ে যায়। রানিকে দেখতে বিরাট ভিড় হয়েছিল।

রানির খর্বাকৃতি চেহারায় বিশ্ব জুড়ে কৌতুহল দেখা দেয়। গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। বাংলাদেশ প্রাণীসম্পদ দফতর রানির বিষয়ে তথ্য সংগ্রহ করে। সেই তথ্য গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এর মাঝে রানির মৃত্যু হয়। তবে তার ময়না তদন্তের রিপোর্ট পাঠানো হয় গিনেস কর্তৃপক্ষের কাছে।

Bangladeshi cow Rani recognized as world’s smallest

সবদিক দেখে গিনেস কর্তৃপক্ষ রানিকে বিশ্বের ক্ষুদ্রতম গোরু বলে স্বীকৃতি দিল। পরীক্ষায় গিনেস কর্তৃপক্ষ নিশ্চিত হয় কোনও হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে গোরুটির আকৃতি খর্বকায় করা হয়নি। এর পরেই স্বীকৃতি চূড়াম্ত করা হয়। গিনেস বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবেচেয়ে ছোট গোরুটি ছিল কেরালার। চার বছর বয়সী ওই গোরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ২৬ কেজি। 

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss