🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

কিংবদন্তি আব্দুল আজিজের বাড়ি গেলেন মহামেডান ফুটবল ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস

By Entertainment Desk | Published: November 11, 2022, 3:31 pm

বাংলার অন্যতম বড় দল মহামেডান ক্লাবের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার, প্রয়াত আব্দুল আজিজের কেরলের বাড়ি যান মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস। মাক্কারাপারাম্বা কাভুঙ্গাল আব্দুল আজিজ আলিয়াস মালাপ্পুরাম আজিজ ১৯৭৭ সালের প্রথম ফেডারেশন ফুটবল টুর্নামেন্টে খেলেছিলেন।মাইসোর, সার্ভিস, বাংলা এবং মহারাষ্ট্রের হয়ে মাঠ কাপানো মিডফিল্ডার আজিজ, জাতীয় দলে দুইবার ডাক পেয়েও যাননি, যার মধ্যে অন্যতম হল […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন কিংবদন্তি আব্দুল আজিজের বাড়ি গেলেন মহামেডান ফুটবল ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস

Ad Slot Below Image (728x90)

দীপেন্দু বিশ্বাস

বাংলার অন্যতম বড় দল মহামেডান ক্লাবের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার, প্রয়াত আব্দুল আজিজের কেরলের বাড়ি যান মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস। মাক্কারাপারাম্বা কাভুঙ্গাল আব্দুল আজিজ আলিয়াস মালাপ্পুরাম আজিজ ১৯৭৭ সালের প্রথম ফেডারেশন ফুটবল টুর্নামেন্টে খেলেছিলেন।মাইসোর, সার্ভিস, বাংলা এবং মহারাষ্ট্রের হয়ে মাঠ কাপানো মিডফিল্ডার আজিজ, জাতীয় দলে দুইবার ডাক পেয়েও যাননি, যার মধ্যে অন্যতম হল ১৯৭৫ সালের ইন্দোনেশিয়া হাল্লাম কাপ।

আব্দুল আজিজ দশম শ্রেণির পড়াশোনা শেষ করেই ব্যাঙ্গালোরের একটি সেনাদলে যোগ দেন। ১৯৬৯ সালে মাইসোরের অধিনায়ক আজিজ বাংলার দলকে হারিয়ে সন্তোষ ট্রফি জয়লাভ করেছিল। এরপর ১৯৭৪ সালে তিনি যোগ দেন মহামেডান স্পোর্টিং ক্লাবে। সেই সময় মহামেডানের হয়ে খেলতেন মোহম্মদ হাবিব, সৈয়দ নইমুদ্দিন এবং তরুণ বোসের মতো তারকারা।মহামেডান দলের হয়ে আজিজ ডিসিএম, কলকাতা লিগ এবং শ্রীনারায়ন কান্নুড় টুর্নামেন্ট খেলেছিলেন। ১৯৮১ সালে তিনি মহামেডান দল ছেড়েছিলেন। নিজের ক্রীড়া জীবনে তিনি বহু টুর্নামেন্ট জয় লাভ করেছিলেন।কেরালার প্রথম সন্তোষ ট্রফি জয়ের অন্যতম সদস্য কে চিকু আব্দুল আজিজের ভাই ছিলেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন কিংবদন্তি আব্দুল আজিজের বাড়ি গেলেন মহামেডান ফুটবল ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles