🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় খবর লাল-হলুদ ভক্তদের কাছে

By Entertainment Desk | Published: November 16, 2022, 2:19 pm

East Bengal fans on Doherty

লাল-হলুদ ভক্তদের জন্য সুখবর। চোট সারিয়ে মঙ্গলবার ইস্টবেঙ্গল (East Bengal) এফসির মিডফ্লিডার জর্ডন ও’ডোহার্টি দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দেন। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই মিডিওকে। মঙ্গলবার, বেশ কিছুক্ষণ জর্ডনকে টিমের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়,যা আপাতত স্বস্তির খবর টিম ইস্টবেঙ্গলের কাছে। টিমের সঙ্গে বেশ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় খবর লাল-হলুদ ভক্তদের কাছে

Ad Slot Below Image (728x90)

East Bengal fans on Doherty

লাল-হলুদ ভক্তদের জন্য সুখবর। চোট সারিয়ে মঙ্গলবার ইস্টবেঙ্গল (East Bengal) এফসির মিডফ্লিডার জর্ডন ও’ডোহার্টি দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দেন। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই মিডিওকে।

মঙ্গলবার, বেশ কিছুক্ষণ জর্ডনকে টিমের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়,যা আপাতত স্বস্তির খবর টিম ইস্টবেঙ্গলের কাছে। টিমের সঙ্গে বেশ ভালো ভাবেই অনুশীলন সেরেছেন ডোহার্টির।আগামী শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ লাল হলুদ ব্রিগেডের, ওই ম্যাচ খেলতে মরিয়া চেষ্টা করছেন অজি এই মিডিও।

অন্যদিকে, শরীর অসুস্থ থাকায় আরেক মিডফিল্ডার মোবাশির রহমান অনুশীলনে আসেননি। ২০০২২-২৩ ISL সেশনে বিএফসির বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে টিম ইস্টবেঙ্গলকে।চলতি ISL সেশনে ঘরের মাঠে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এফসি।তাই ভক্তদের প্রত্যাশা শুক্রবার ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র হারিয়ে ঘরের মাঠে উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় খবর লাল-হলুদ ভক্তদের কাছে

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles