<

তিন পয়েন্টকে পাখির চোখ করে পঞ্চকুলায় উড়ে গেল টিম মহামেডান

Mohammedan SC

আইলিগে নিজেদের প্রথম ম্যাচ গোকুলাম কেরালা এফসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। সাদা কালো শিবির লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে বৃ্হস্পতিবার উড়ে গেল পঞ্চকুলাতে। আইলিগে মহামেডান স্পোটিংর দ্বিতীয় ম্যাচ রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে, আগামী রবিবার,খেলা শুরু হবে বিকেল ৪.৩০ মিনিটে। অন্যদিকে,সাদা কালো শিবিরের কাছে স্বস্তির খবর যে মার্কাস জোসেফ ম্যাচ ফিট।বাজি […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন তিন পয়েন্টকে পাখির চোখ করে পঞ্চকুলায় উড়ে গেল টিম মহামেডান

Mohammedan SC

আইলিগে নিজেদের প্রথম ম্যাচ গোকুলাম কেরালা এফসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। সাদা কালো শিবির লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে বৃ্হস্পতিবার উড়ে গেল পঞ্চকুলাতে।

আইলিগে মহামেডান স্পোটিংর দ্বিতীয় ম্যাচ রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে, আগামী রবিবার,খেলা শুরু হবে বিকেল ৪.৩০ মিনিটে। অন্যদিকে,সাদা কালো শিবিরের কাছে স্বস্তির খবর যে মার্কাস জোসেফ ম্যাচ ফিট।বাজি রাউট কাপে চোট পাওয়াতে আইলিগের প্রথম ম্যাচে সেখ ফৈয়াজ সাদা কালো শিবিরের অধিনায়কের দায়িত্ব পালন করে।

দেশ স্বাধীন হওয়ার পর ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান এসসি।লিগে মহামেডান দুরন্ত পারফরম্যান্স করলেও আইলিগ ২০২২-২৩ সেশনে এখনও জয় অধরা আন্দ্রে চেরনশিভের স্কোয়াডে। সাদা কালো শিবিরের সমর্থকরা চাইছে দ্বিতীয় ম্যাচে প্রিয় দল উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক। আর উইনিং ট্র‍্যাকে ফিরে আসতে হলে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে ব্ল্যাক প্যাহ্নর্সদের।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন তিন পয়েন্টকে পাখির চোখ করে পঞ্চকুলায় উড়ে গেল টিম মহামেডান