🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

আইএসএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছে অধিনায়ক প্রীতম কোট

By Entertainment Desk | Published: December 1, 2021, 8:00 pm
Ad Slot Below Image (728x90)

Sports desk: বুধবার ATK মোহনবাগান মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোয়ার ফতোদরা স্টেডিয়ামে খেলতে নামছে। প্রথম ম্যাচ জেতার পাশাপাশি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে গোটা সবুজ মেরুন শিবিরের ম্যাচ টেম্পারমেন্ট এখন ফুল পিকাপে।

বুধবারের আইএসএলের ম্যাচে মোহনবাগানের সেন্ট্রাল ব্যাক তথা অধিনায়ক প্রীতম কোটাল আইএসএলে নিজের ১০০ তম ম্যাচ খেলতে নামছে। হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস ম্যাচের আগে প্রীতম কোটালের হাতে ১০০ নম্বর সবুজ মেরুন জার্সি তুলে দিয়ে প্রীতমকে সম্মান জানানোর সঙ্গে মোটিভেট করেন মুম্বই’র বিরুদ্ধে দুরন্তভাবে পারফরম্যান্সের টার্গেট পূরণের।

এমন এক মুহুর্তে আইএসএল নিজেদের টুইটার হ্যান্ডেলে ছবি সহ পোস্ট করে লিখেছে ,”যেমন @atkmohunbaganfc অধিনায়ক @KotalPritam #HeroISL-এ তার 100 তম উপস্থিতি করেছেন, কোচ হাবাস এই উপলক্ষকে স্মরণ করার জন্য একটি বিশেষ জার্সি বাড়িয়েছেন! 🤩🔥#ATKMBMCFC #HeroISL #LetsFootball

“প্রীতম কোটাল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) 2014 মরসুমে এফসি পুনে সিটির জার্সি গায়ে আইএসএলে আত্মপ্রকাশ করেছিলেন। 2016 সালে প্রীতম ATK এফসি দলের অংশ ছিলেন এবং আইএসএল টাইটেল জয়ী অভিযানের সদস্য ছিলেন।

কোটাল 2017-18 মরসুমের জন্য দিল্লি ডায়নামোস এফসি’তে চলে যান এবং জানুয়ারী ট্রান্সফার উইন্ডোতে ATK FC’তে স্বাক্ষর করার আগে 2018-19 আইএসএল মরসুমের প্রথমার্ধে ক্লাবের অধিনায়কত্ব করেন।

প্রধানত সেন্ট্রাল -ব্যাক হিসাবে খেলে প্রীতম কোটাল 2019-20 সালে ATK FC-এর শক্তিশালী রক্ষণাত্মক সেট-আপের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এবং দলকে তাদের তৃতীয় ট্রফি জিততে সাহায্য করেছিল।

ATK মোহনবাগানকে 2020-21’র মরসুমে আইএসএলে’র সেমিফাইনালে লিগের প্রথম মরসুম ছিল সাহায্য করেছিল।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles