B Sai Praneeth in the quarter finals
Sports desk: ভারতের শাটলার বি সাই প্রণীথ বৃহস্পতিবার চলতি ইন্দোনেশিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রণীত কোর্ট 2’এ 83 মিনিটের খেলায় ফ্রান্সের ক্রিস্টো পপোভকে 21-17, 14-21, 21-19 গেমে পরাজিত করেন।
ভারতীয় শাটলার প্রথম গেমটি জিতেছিলেন। ফরাসি প্রতিপক্ষ দ্বিতীয় গেমে এক অসাধারণ প্রত্যাবর্তন করলেও তৃতীয় গেমে নেমে যায়।
অন্যদিকে,কোর্ট 1’এ 37 মিনিটের খেলায় ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে 21-14, 21-18-এ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত।
ইতিমধ্যেই দুইবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুও জার্মান ব্যাডমিন্টন খেলোয়াড় ইভন লি’কে 21-12, 21-18 গেমে 37 মিনিটের লড়াইতে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন।
সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির ভারতীয় পুরুষদের ডাবলস জুটিও দক্ষিণ কোরিয়ার কাং মিনহিউক এবং সিও সেউংজায়েকে 21-15, 19-21, 23-21 এ পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে।