Sports desk: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে নয়া পালক জুড়ে গেল। প্রাক্তন পাকিস্তানের পেস বোলার তথা অধিনায়ক ওয়াসিম আক্রম ‘Fab 4’ তালিকায় বিরাট কোহলিকে রেখেছেন।
আক্রমের এই ‘Fab 4’ তালিকায় কিং কোহলির সঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম,ডেভিড ওয়ার্নার,জো রুট এবং সবার শেষে অর্থাৎ চতুর্থ ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি।
নিজের ‘Fab 4’ তালিকা বাছাই পর্বে আক্রম স্টিভ স্মিথ এবং কেন উইলিয়মসনকে বাদ দিয়েছেন। বর্তমানে আন্তজার্তিক ক্রিকেট মহলে ‘Fab 4’ বলতে বিরাট কোহলি, স্টিভ স্মিথ,জো রুট, কেন উইলিয়মসন এই চার খেলোয়াড়কেই বোঝানো হয়। কিন্তু ওয়াসিম আক্রম এই মতে বিশ্বাসী না হয়ে, ভিন্ন নাম তুলে ধরেছেন ‘Fab 4’ তালিকায়।