BCCI: স্পোর্টসম্যান স্পিরিটে”র বার্তা দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে (INDvzNZ) ভারত জিতল ৩৭২ রানে। বড় ব্যবধানে টিম ইন্ডিয়া ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয়…

Ajaz Patel

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে (INDvzNZ) ভারত জিতল ৩৭২ রানে। বড় ব্যবধানে টিম ইন্ডিয়া ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও কিউইদের হয়ে মুম্বইক’র স্পিনার আজাজ প্যাটেল ‘দিল’ জিতে নিল তামাম ভারতের ক্রিকেট ভক্তদের।

এমনকি টিম ইন্ডিয়ার খেলোয়াড়েরাও অর্থোডক্স বাহাতি স্পিনার আজাজ প্যাটেলের ঘূর্ণির জাদুতে মজে রয়েছে।
তাই ক্রিকেটের দুনিয়ায় ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বার্তা বজায় রেখে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়ার জার্সিতে ভারতীয় খেলোয়াড়দের সই করা জার্সি স্মারক হিসেবে তুলে দিলেন কিউই স্পিনার আজাজ প্যাটেলের হাতে।

বিসিসিআই (BCCI) ওই মুহুর্তকে নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে,আপনি এই 🗣️ 🎥 মিস করতে পারবেন না
@ashwinravi99 এবং @AjazP এক ফ্রেমে 👍 👍
এই লোকেরা জন্য টিউন থাকুন ⌛।”

ভারতের বিরুদ্ধে স্পিনার আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট, মোট ১৪ উইকেট শিকার করেছে। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বই’ টেস্টে প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে বল হাতে অশ্বিন ৪, মোট ৮ উইকেট নিয়েছে।

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পহ্ন সামাজিক মাধ্যমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের খুশিতে পোস্ট করেছে, “ওয়াংখেড়েতে দুর্দান্ত পারফরম্যান্স। ছেলেদের জন্য গর্বিত কারণ তারা টেস্ট ক্রিকেটে আমাদের সর্বকালের সবচেয়ে বড় জয়, রানে খেলা এবং সিরিজ জিতেছে। ভারতীয় ক্রিকেট দল 🇮🇳 #INDvNZ।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা স্বীকৃতি জুটেছে মায়াঙ্ক আগরওয়ালের।