Sports desk: বিজয় হাজারে ট্রফির একদিনের ফর্ম্যাটে বাংলার বোলারদের দাপটে তছনছ বরোদা। হেডকোচ অরুণলালের ছেলেরা জিতলো ২৭ রানে,সঙ্গে পেল ৪ পয়েন্ট।
ত্রিবান্দ্রমের গ্রীনফ্লিড স্টেডিয়ামে বরোদা টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। বাংলার হয়ে অভিষেক দাস ৬২,কাইফ আহমেদ ৬৭,ঋতিক রায় চৌধুরী ৪৮ রান করেন।অধিনায়ক সুদীপ চ্যাটার্জী ১৪ রানে প্যাভিলিয়ন ফিরে আসেন। বাংলা ৪৯.৪ ওভারে ২৩০ রানে অল আউট হয়ে যায়। বরোদার হয়ে শেঠ ৪,মেরিওয়ালা ৩,ক্রুনাল পান্ডিয়া ২ টি করে উইকেট নেয়।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলিং লাইন আপের মুখে পড়ে লণ্ডভণ্ড দশা বরোদার। আকাশদীপ সিং ৩,মুকেশ কুমার, সাহবাজ, ঋতিক বিজয় চ্যাটার্জী ২ টি করে উইকেট শিকার করে বরোদার। ৪৮.২ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় বরোদা।
বরোদা অধিনায়ক কেদার দেওধর ৩৫,পি এ কুমার ৪৮,ক্রুনাল পান্ডিয়া ৩৯,কাঁকাদে ২৮,মিতেস প্যাটেল ২০ রান করেন। বাংলার আকাশদীপ সিং ৯.২ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানে ৩ উইকেট শাশ্বত রাউত শূন্য হাতে,শেঠ ৮,ভার্গব ভাটকে ৩ রানে শিকার করে। বিষ্ণু সোলাঙ্কিকে ১০ রানের মাথায় করেন সুদীপ চ্যাটার্জী।
বিজয় হাজারে ট্রফিতে বাংলার পরের ম্যাচ পন্ডিচেরীর বিরুদ্ধে আগামীকাল বৃ্হস্পতিবার, ত্রিবান্দ্রমের মঙ্গলাপুরমে। বাংলা এলিট গ্রুপ ‘B’ রয়েছে। এই গ্রুপে শক্তিশালী মুম্বই যারা গতবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে রয়েছে। সঙ্গে তামিলনাড়ু এবং কর্ণাটক রয়েছে। তাই এই গ্রুপকে “গ্রুপ অফ ডেথ” বলা হচ্ছে।