11.3 C
London
Friday, March 31, 2023
Homeস্পোর্টস-স্পটISL টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে লগ্নিকারী সংস্থাকে চিঠি দেবে ক্লাব কর্তা

Latest Posts

ISL টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে লগ্নিকারী সংস্থাকে চিঠি দেবে ক্লাব কর্তা

- Advertisement -

Sports desk: চলতি ISL টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরম্যান্সের ইস্যুতে। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির বৈঠক হল৷ কর্মসমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টকে চিঠি দেওয়া হবে। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর করা ওই চিঠি প্রেস বিবৃতি আকারে প্রকাশ্যে এসেছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের চিঠির উত্তরে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্লাব কর্তৃপক্ষের চিঠি টিমের টেকনিক্যাল কমিটির কাছে পাঠিয়েছে। কিন্তু টেকনিক্যাল কমিটির এখনও কোন সিদ্ধান্ত তারা জানতে পারেনি।

- Advertisement -

ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ আজকের এই চিঠির লিখিত বয়ানে দাবি করেছে,”মরসুমের শুরুতেই দলগঠনের বিষয়ে পূর্ণ সহযোগিতা করার বার্তা দিয়ে লগ্নিকারী সংস্থাকে চিঠি দেওয়া হয়।কিন্তু তখন তারা জানায়,ইতিমধ্যেই তাদের দল গঠন সম্পূর্ণ।”

ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর করা এই চিঠির বয়ানে গুরুত্ব আরোপ করা হয়েছে,”বিতর্ক নয়,আমরা সবাই প্রতিষ্ঠানের সাফল্য চাই। বর্তমানে দলের পারফরম্যান্স নিয়ে ক্লাবের সদ্য-সমর্থকরা প্রচণ্ড রুপে চিন্তিত এবং উদ্বিগ্ন। আমরা সবাই চাই নতুন করে দলের সুগঠন ও বিন্যাস, যাতে করে পারফরম্যান্সের উন্নতিসাধন হয়।”

এদিনের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকে পারিজাত মৈত্রকে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন ‘মিডিয়া ম্যানেজার ‘ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি আইএসএলের পঞ্চম ম্যাচে দুরন্ত লড়েও এসসি ইস্টবেঙ্গলকে ৩-৪ গোলে উড়িয়ে দিয়ে এফসি গোয়া ম্যাচ জিতে যায়।

এরপরেই আজকে ফের ইস্টবেঙ্গল ক্লাব কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর করা এই চিঠির বয়ানে জল কোন দিকে গড়ায় পদ্মা পাঁড়ের ক্লাবের নজর এখন সকলের।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss