🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

FIFA WORLD CUP 2022: সাবস্ক্রিপশন ছাড়াই কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন! জেনে নিন বিস্তারিত

By Entertainment Desk | Published: November 17, 2022, 7:38 pm

fifa-world-cup-2022-watch-match-without-subscribtion

ফিফা বিশ্বকাপ ২০২২(FIFA WORLD CUP 2022) শুরু হতে চলেছে রবিবার। এবারের বিশ্বকাপের আসর বসছে কাতারে। ৩২টি দল ৬৪টি ম্যাচ খেলবে। ২৯ দিন ধরে চলবে বিশ্বকাপ৷ এই প্রথম FIFA World Cup আয়োজন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে৷ ৪টি করে দলের ৮ গ্রুপ ফিফা বিশ্বকাপ ২০২২-এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে। ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপ তৈরি […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন FIFA WORLD CUP 2022: সাবস্ক্রিপশন ছাড়াই কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন! জেনে নিন বিস্তারিত

Ad Slot Below Image (728x90)

fifa-world-cup-2022-watch-match-without-subscribtion

ফিফা বিশ্বকাপ ২০২২(FIFA WORLD CUP 2022) শুরু হতে চলেছে রবিবার। এবারের বিশ্বকাপের আসর বসছে কাতারে। ৩২টি দল ৬৪টি ম্যাচ খেলবে। ২৯ দিন ধরে চলবে বিশ্বকাপ৷ এই প্রথম FIFA World Cup আয়োজন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে৷

  • ৪টি করে দলের ৮ গ্রুপ

ফিফা বিশ্বকাপ ২০২২-এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে। ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রত্যেক টিম গ্রুপ স্টেজে নিজেদের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা টিম রাউন্ড-১৬ (প্রি-কোয়ার্টার ফাইনাল) কোয়ালিফাই করবে। গ্রুপ ম্যাচে জয়ের জন্য আরও তিনটি ম্যাচে ড্র হলে, দুই দল ১ পয়েন্ট করে পাবে। পরাজিত দল কোনও পয়েন্ট পাবে না। যদি কোনও গ্রুপে দুই বা তার বেশি টিমের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে গোল পার্থক্য দেখা হবে।

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল স্টেজের পর সেমি ফাইনাল হবে। সেমি ফাইনাল থেকে উঠে আসা দুই দলের মধ্যে ফাইনাল হবে। সেমিফাইনালে পরাজিত দল তৃতীয় স্থানের জন্য খেলবে। নক-আউট ম্যাচে যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে, তা হলে ম্যাচ অতিরিক্ত সময় খেলা হবে৷ অতিরিক্ত সময়েও যদি অমীমাংসিত থাকে, তখন পেনাল্টি শ্যুট আউটে জয়-পরাজয় নির্ধারিত হবে।

রবিবার প্রথম ম্যাচে খেলবে কাতার ও ইকুয়েডর। মরুভূমির দেশ কাতারে গ্রীষ্মের দাবদাহ এড়াতে এই প্রথম নভেম্বর ও ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপ হচ্ছে।ফিফা বিশ্বকাপ ২০২২ টিভি-তে সম্প্রচার করবে Sports18 Sports18 HDIফিফা বিশ্বকাপ ২০২২ অনলাইনে দেখা যাবে JioCinema অ্যা কোনও সাবস্ক্রিপশন ছাড়াই JioCinema অ্যাপে ফ্রি-তে ম্যাচ দেখা যাবে লাইভ JioCinema ওয়েবসাইটেও ল্যাপটপ বা ডেস্কটপে ম্যাচ দেখতে পারবেন। Jio, Vi, Airtel 3 BSNL সাবস্ক্রাইবার গ্রাহকরাও JioCinema-য় বিশ্বকাপ দেখতে পারবেন। ইংরেজি, হিন্দি, মালয়ালম, তামিল ও বাংলা– এই ৫ ভাষার ধারাভাষ্যে ম্যাচ দেখা যাবে৷FIFA World Cup 2022 Final ম্যাচ হবে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টায়৷

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন FIFA WORLD CUP 2022: সাবস্ক্রিপশন ছাড়াই কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন! জেনে নিন বিস্তারিত

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles