India-New Zealand Test: অভিষেক টেস্টে শতরান শ্রেয়সের, সাউদির ৫ উইকেট

India-New Zealand Test স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৪৫ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের হয়ে টম ল্যাথাম ৬,…

Shreyasi scored hundreds in his debut Test

India-New Zealand Test
স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৪৫ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের হয়ে টম ল্যাথাম ৬, উইল ইয়ং ৭ রানে ক্রিজে। ৩৩১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৭ রান উইকেট না হারিয়ে। এই প্রতিবেদন লেখার সময়ে।

১৭১ বলে ১০৫ রানের দুরন্ত ইনিংস নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়া টেস্ট ম্যাচে শ্রেয়স আইয়ারের। ১৬ তম ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার, যিনি অভিষেক টেস্টে শতরান করে রেকর্ড গড়লেন। এই তালিকায় প্রথম টেস্টে সেঞ্চুরি করার অনন্য নজিরে নাম রয়েছে লালা অমরনাথ, দীপক শোধন, কৃপাল সিং, আব্বাস আলি বেজ, হনুমন্ত সিং, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুরেন্দ্র অমরনাথ, মহম্মদ আজহারউদ্দিন, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও পৃথ্বী শাহের।

Shreyasi scored hundreds in his debut Test

রবীন্দ্র জাডেজা ৫০ রানে আউট। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১ রান করে প্যাভিলিয়ন ফিরে আসে। রবিচন্দ্রন অশ্বিন ৩৮ এবং উমেশ যাদব ১০ রানে নট আউট থাকে।

প্রথম ইনিংসে ভারত শুরুতে মায়াঙ্ক অগ্রবালের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল কার্যকরী ৫২ রানের ইনিংস খেলে দেয়। পূজারা ২৬ এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৫ রানে আউট হয়।

শ্রেয়স আইয়ারের সঙ্গে রবীন্দ্র জাডেজার ১১৩ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেয়। নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক টিম সাউদি ২৭.৪ ওভারে, ৬ ওভার মেডেন দিয়ে, ৬৯ রান দিয়ে পূজারা, আইয়ার, জাডেজা, সাহা,অক্ষর প্যাটেলের মোট ৫ উইকেট শিকার করেছে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে। টসে জিতে ভারত ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়, যা এখনও পর্যন্ত টিমের অনুকূলে রয়েছে।