India vs SA 2021: বিতর্কে ইতি!”ফিল গুড ফ্যাক্টর”, আফ্রিকা উড়ে গেল টিম ইন্ডিয়া

Sports desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে (India vs SA 2021) পূর্ব নির্ধারিত সফরসূচী আগেই কাটছাঁট হয়েছিল। এবার দমবন্ধকর পরিবেশের সমস্ত বিতর্কে ইতি টেনে ভারতীয়…

Team India went on a tour of Africa

Sports desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে (India vs SA 2021) পূর্ব নির্ধারিত সফরসূচী আগেই কাটছাঁট হয়েছিল। এবার দমবন্ধকর পরিবেশের সমস্ত বিতর্কে ইতি টেনে ভারতীয় দল বিশেষ বিমানে চেপে রওনা হল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।

বৃ্হস্পতিবার সকালে ওই মুহুর্তের কিছু ছবি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তার টুইটে শেয়ার করেছে। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে কোভিড-১৯ প্রটোকল মেনে হাসি মুখে ভারতীয় খেলোয়াড় বিমানে বসে আছে। যা স্বভাবতই ভারতীয় শিবিরের “ফিল গুড ফ্যাক্টরে”র বার্তাকে তুলে ধরে দেশের ক্রিকেট ভক্তকুলদের মাঝে।

Team India went on a tour of Africa

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফরে টিম ইন্ডিয়া তিন ম্যাচের টেস্ট এবং সম-সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে,তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের দিনক্ষণ এবং ম্যাচ ভেন্যু এখনও ঠিক হয়নি। ২৬ ডিসেম্বরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত সেঞ্চুরিয়নে, দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে।

জোহানসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৩ জানুয়ারি এবং তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ ১১ জানুয়ারি পারলেতে আয়োজিত হবে। টেস্ট ম্যাচ সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া প্রোটিয়ার্সদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

ওডিআই সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ ২৯ এবং ২১ জানুয়ারী পারল ক্রিকেট গ্রাউন্ডে হবে এবং তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হবে ২৩ জানুয়ারী কেপটাউনে।

<

p style=”text-align: justify;”>প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক ), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।