India vs South Africa : ঋদ্ধিতেই সিদ্ধিলাভ করতে চাইছে টিম ইন্ডিয়া

চলতি তিন টেস্ট ম্যাচের সিরিজের নির্ণায়ক তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে কেপটাউনের মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া (India vs South Africa)। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ…

India vs South Africa

চলতি তিন টেস্ট ম্যাচের সিরিজের নির্ণায়ক তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে কেপটাউনের মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া (India vs South Africa)। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ এখন ১-১ ফলাফলে দাঁড়িয়ে। কেপটাউনের নিউল্যান্ডসে প্রোটিয়া বনাম টিম ইন্ডিয়ার ব্যাট বলের লড়াই বাইশ গজে চরম উত্তেজনার শিখরে ঘন্টা নাড়বে তা বলাই চলে।

সেই সঙ্গে নিউল্যান্ডসে ইতিহাস গড়ার হাতছানি টিম ইন্ডিয়ার কাছে। আফ্রিকার মাটিতে বাইশ গজের মহারণে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার দখলে,ভারতের দখলে সিরিজ জয় অধরা। তাই মারণ কামড় দিতে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

গত হোম সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে ঋদ্ধির লড়াকু ইনিংস ফেলনা নয়।

ওই হোম সিরিজে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১২৬ বল খেলে ৬১ রানে নট আউট থাকে। এমন সময়ে ঋদ্ধিমান ক্রিজে নেমেছিল যখন ভারত ৬ উইকেট হারিয়ে বসেছে, মাত্র ১০৩ রানে।

টানা ছয় টেস্ট ম্যাচে ব্যাটিং’র ব্যাডপ্যাচ, সঙ্গে ঘাড়ের চোট নিয়ে কাতরাতে কাতরাতে ঋদ্ধির অর্ধশতরান এবং ৬১ রানে শেষ অবধি অপরাজিত থাকা, লড়াকু ঋদ্ধিমান সাহা ফুরিয়ে যায়নি চোখে আঙুল দিয়ে দেখানো পারফরম্যান্স।চতুর্থ দিনের খেলার শেষে ঋদ্ধিমান সাহা নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন, “সাফল্য আপনার যা আছে তাতে নয়, আপনি কে? দলের জন্য অবদান রাখতে পেরে আনন্দিত।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ঋষভ পন্থের পারফরম্যান্স আহামরি নয়। বিশেষত দ্বিতীয় টেস্টে প্রোটিয়দের বিরুদ্ধে ভুল শট নির্বাচন সঙ্গে কিপিং গ্লাভস হাতেও ছাপ ফেলতে না পারায় টুইটার জুড়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ফলে তৃতীয় তথা নির্ণায়ক টেস্ট ম্যাচ নিউল্যান্ডসে ঋদ্ধিমান সাহার কিপিং গ্লাভস হাতে প্রথম একাদশে জায়গা পাওয়ার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।

৩৭ বছরের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ব্যাটিং হাত নাক কোঁচকানোর নয়,বরংঞ্চ তা ঈর্ষণীয়। ৪০ টেস্টে ৫৬ ইনিংসে মোট ১৩৫৩ রান। ঋদ্ধির ব্যাট হাতে গড় ২৯.৪১ এবং স্ট্রাইক রেট ৪৫.৫১। ঋদ্ধিমান সাহার টেস্ট কেরিয়ারে রয়েছে তিনটে শতরান এবং ছয়টি অর্ধশতরান, সর্বোচ্চ ১১৭ রান।

কিপিং গ্লাভস পড়ে ভারতের হয়ে টেস্টে ঋদ্ধিমান সাহা ৯২ টি ক্যাচ ধরেছেন উইকেটের পিছনে এবং স্টাম্প আউট করেছেন ১২ টি। আর ফিটনেসে ২০০ শতাংশ ফিট তা নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। তাই ঋদ্ধিতেই সিদ্ধিলাভ করতে চাইছে টিম ইন্ডিয়া।