বৃ্হস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATK মোহনবাগানের ম্যাচ,প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে হোম অ্যাডভান্টেজে এগিয়ে সবুজ মেরুন শিবির।
শেষ ৪ ম্যাচে ATKমোহনবাগান ২ ম্যাচ জিতেছে আএ দুটি করে ম্যাচ হেরেছে এবং ড্র করেছে।নিজেদের শেষ ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনের মেরিনার্স পিছিয়ে থেকে কামব্যাক করে ২-২ গোলের সমতায় খেলা শেষ করে। সবুজ মেরুন ফুটবলার লেনি রড্রিগেজকে রেফারির বিতর্কিত লাল কার্ড দেখানোয় ১০ জন হয়ে পড়ে গঙ্গা পাড়ের ক্লাব।খেলা শেষে আইল্যান্ডারদের বিরুদ্ধে ছেলেদের খেলায় খুশি হুয়ান ফেরান্দো এমনটা আগেই জানিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো।
অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি ISL টুর্নামেন্টে নিজেদের ৫ ম্যাচই হেরেছে, এখনও জয়ের মুখ দেখেনি।সবুজ মেরুন ব্রিগেডের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি টিম যাদের ইতিমধ্যেই ৫ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তারাও হাইল্যান্ডারদের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ গুয়াহাটি থেকে সেশনের একমাত্র জয় ছিনিয়ে এনেছে,যা হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল।
মুম্বইর বিরুদ্ধে যেভাবে ১০ জনের ATKমোহনবাগান ঘুরে দাঁড়িয়ে পাল্টা প্রেসার ছুঁড়ে দিয়েছেল এমন পারফরম্যান্স গোটা টিমের আত্মবিশ্বাস কোন লেভেলে থাকতে পারে তারই পরিচয়।প্রতিকূল পরিস্থিতিতে গুটিয়ে না থেকে পাল্টা আক্রমণের পথে হেটে প্রীতম কোটালরা যেভাবে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে তা মেরিনার্সদের টিমগেম নির্ভর ফুটবলকে তুলে ধরে।
অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড এফসি দলে বেশকিছু ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশী খেলোয়াড় রয়েছে। দলের ভারতীয় ফুটবলারেরা ৫ ম্যাচে বল গড়িয়ে যাওয়ার পরেও এখনও নিজেদের ছন্দে আসতে পারেনি। বৃ্হস্পতিবারের ম্যাচে তাই নর্থইস্টের ভারতীয় স্কোয়াড ফর্মে ফিরে আসতে চাইবে,এরই সঙ্গে যেকোনো ভাবে ATKমোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ জয় কিংবা ড্র করতে চাইবে।কেননা তিন পয়েন্ট অথবা এক পয়েন্ট পেলেই ISL টুর্নামেন্টে আইল্যান্ডারদের পারফরম্যান্সের ধার বেড়ে যাবে।
আবার নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ATKমোহনবাগানের কাছে হাইপ্রেসার গেম।কারণ লিগ টেবলে হুয়ান ফেরান্দোর ছেলেরা ওপরে দিকে উঠতে গেলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট দরকার। আইল্যান্ডাররা ফর্মে নেই,কিন্তু বড় দলের বিরুদ্ধে খেলতে নেমে জ্বলে উঠতে পারে এবং জয় ছিনিয়ে নিতে পারে।কারণ টানা ৫ ম্যাচ হেরে নতুন করে হারানোর কিছু নেই। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল হুঠ করেATK মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক পারফরম্যান্স করে দেখালে অবাক হওয়ার কিছু নেই।
তাই এই ধরনের টিমকে কখনই হাল্কাভাবে নেওয়া উচিত নয় এবং প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বড় দলকে জয়ের লক্ষ্যে মাঠে নামাই উচিত।কেননা এই ধরনের ম্যাচ বড় দলের কাছে টুর্নামেন্টের পথে সব সময় নির্ণায়ক হয়ে ওঠে।তাই ISL টাইটেলশিপ অভিযানে ATKমোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ শুধু যে কঠিন হতে চলেছে তাইই নয়,সঙ্গে হাড্ডাহাডিও হতে চলেছে।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: নর্থইস্টের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ATK মোহনবাগান