East Bengal: মাঠে দর্শক টানতে অভিনব উদ্যোগ লাল-হলুদ শিবিরের

330
East-Bengal

ইস্টবেঙ্গল এফসি (East Bengal) বনাম এফসি গোয়া (FC Goa) ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব দর্শকদের জন্য কিছু আয়োজন করেছে। প্রতিটি দর্শককে একটি করে হ্যান্ড ফ্ল্যাগ, একটি করে হেড ব্যান্ড এবং ফেস কালার, একটি করে হুইসেল,প্রতিটি দর্শকদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকছে এবং তা থাকছে বিনামূল্যে। এরই সঙ্গে প্রতিটি র‍্যাম্পে একটি করে ডেডিকেটেড ভলেন্টিয়ার থাকবে, তাদের কাছ থেকে ওই ম্যাচ কিটিসগুলো সংগ্রহ করা যাবে।

মঙ্গলবার, এফসি গোয়ার বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস মিটে এসে লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেন,”ঘরের মাঠে হোক বা বাইরে, আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামব। এই ম্যাচে জেতার জন্যই নামব আমরা।” সঙ্গে ইস্টবেঙ্গল টিমের হেডকোচের সাফ কথা “মাত্র চার সপ্তাহের প্রস্তুতিতে বিশাল কিছু করে দেখানো তাঁর দলের পক্ষে সম্ভব নয়। সমর্থকদের কাছে সময় চান তিনি।”

সব মিলিয়ে, ইস্টবেঙ্গল টিম এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত ,অন্যদিকে লাল হলুদ জনতাও প্রিয় দলের খেলা ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে মুখিয়ে রয়েছে। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গন কানায় কানায় ভরে উঠবে তা বলাই চলে।