<

Jordan O’Doherty: জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় আপডেট ফাঁস

Jordan O'Doherty

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। ISL ২০২২-২৩ মরসুমে লাল হলুদ ব্রিগেডের দ্বিতীয় জয়ের দিনে পেশিতে চোট পেয়েছিলেন লাল হলুদ ফুটবলার জর্ডন ও’ডোহার্টি (Jordan O’Doherty) । ইনজুরির পর থেকেই সারাক্ষণ দলের ফিজিওর সঙ্গে নিজেকে ম্যাচ ফিট করার জন্য আদাজল খেয়ে নেমে পড়েছেন ডোহার্টি। এই ইনজুরির কারণে ১৮ নভেম্বর ওড়িশা এফসির […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jordan O’Doherty: জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় আপডেট ফাঁস

Jordan O'Doherty

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। ISL ২০২২-২৩ মরসুমে লাল হলুদ ব্রিগেডের দ্বিতীয় জয়ের দিনে পেশিতে চোট পেয়েছিলেন লাল হলুদ ফুটবলার জর্ডন ও’ডোহার্টি (Jordan O’Doherty) । ইনজুরির পর থেকেই সারাক্ষণ দলের ফিজিওর সঙ্গে নিজেকে ম্যাচ ফিট করার জন্য আদাজল খেয়ে নেমে পড়েছেন ডোহার্টি।

এই ইনজুরির কারণে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে জর্ডনের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।লাল হলুদ ভক্তদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে যে জর্ডন ও’ডোহার্টি ওড়িশার বিরুদ্ধে খেলতে পারবেন তো।এই সমস্ত উৎকন্ঠা, ধোঁয়াশা দূর করতে নিজেই মুখ খুলে ডোহার্টি জানিয়েছেন, “আমি ভালো আছি। আশা করছি পরের ম্যাচে নামতে পারব।”

Major update on Jordan O'Doherty injury issue leaked

জর্ডনের ইনজুরি ইস্যুতে হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন, “ওর চোট খুব একটা খারাপ নয় বলেই আমার আশা। আর দুদিন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ওকে খেলানোর বিষয়ে।”

জর্ডন ও’ডোহার্টিকে আদৌ ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে খেলানোর ঝুঁকি নেবে ইস্টবেঙ্গল শিবির এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কনস্টাটাইন এমনটাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। ম্যাচের দিন প্লেয়ার লিস্ট জমা দেওয়ার আগে জর্ডনের চোট খতিয়ে দেখে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে এমন খবর পাওয়া গিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jordan O’Doherty: জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে বড় আপডেট ফাঁস