4 C
London
Friday, January 27, 2023
Homeস্পোর্টস-স্পটISL: "বাগানে" কুঁড়ি এলেও ফুল ফুটল না

Latest Posts

ISL: “বাগানে” কুঁড়ি এলেও ফুল ফুটল না

- Advertisement -

Sports desk: বৃ্হস্পতিবার এটিকে মোহনবাগান চলতি আইএসএলের (ISL) ৬ নম্বর খেলায় জেতা ম্যাচ ড্র করলো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, ৩-৩ গোলে।

নিজের ৫০ তম আইএসএল ম্যাচে অফ ফর্ম থেকে ছন্দে ফিরে এসে পেনাল্টি থেকে গোল ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ’র। সবুজ মেরুন সমর্থকরা “জয় শ্রী কৃষ্ণা🙏🙏🙏☝️💪” ধ্বনিতে আবেগের বাঁধনছাড়া উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিলেও রেফারির শেষ বাঁশি বাজতেই মুখ পানসে হয়ে গেল প্রিয় দলের হার দেখে মেরিনার্সদের। আসলে ৭২ মিনিটে এটিকে মোহনবাগানের ফুলের বাগানের ফুল মাঠে মাড়িয়ে দিয়ে গোল বেঙ্গালুরু এফসির কঙ্গোনিজ ফুটবলার প্রিন্স ইবারার। ১৩ মিনিটে শুভাশিস বোস,৩৮ মিনিটে হুগো বৌমাস এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে রয় কৃষ্ণ’র গোল “বাগানে” ফুল ফুটিয়ে তুলেছিল, কিন্তু ডিফেন্সিভ ল্যাপস ৭২ মিনিটে ইবারার গোল “বাগানে” ফুল ফুটেও! ফুটলো না।

- Advertisement -

হতাশ সবুজ মেরুন সমর্থকরা বুঝে গিয়েছে চলতি আইএসএল মরসুম তাদের জন্য না। এদিন প্রিয় দলের ডিফেন্সিভ ল্যাপস দেখে সমর্থকরা কপাল চাপড়াচ্ছে আর মেনে নিয়েছে “ভাগ্য এবার প্রচুর খারাপ আছে”।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না সুসাইরাজ,লেনি রদ্রিগেজ, ডেভিড উইলিয়ামস, যা নিয়ে এটিকে মোহনবাগান হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাসের ফুটবল বোধ নিয়ে সবুজ মেরুন সমর্থকরা অসন্তুষ্ট। মিডিও নিনগোম্বা সিং’কে প্রথম একাদশ কেন,রির্জাভ বেঞ্চেও বসতে দেওয়ার জায়গা দেয় নি হাবাস। চলতি আইএসএলে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ম্যাচ থেকেই দলের টিম নির্বাচন নিয়ে হাবাস নিজেই বিভ্রান্তির শিকার,এমনটাই মত সমর্থকদের একাংশের।

আইএসএলে শেষ জয়ের মুখ দেখেছিল এটিকে মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, ম্যাচের ২৩ মিনিটেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, ৩-০ গোলে জিতে। টানা তিন ডার্বি ম্যাচে জয়ের ধারাবাহিতা ধরে রেখে। নিজেদের প্রথম এনকাউন্টারে কেরালা ব্লাসার্সের বিরুদ্ধেও দাপুটে জয়,৪-২ গোলের। ব্যস ওই পর্যন্তই।

এরপর মুম্বই সিটি এফসি’র কাছে মুখ থুবড়ে পড়ে ৫-১ গোল হজম সবুজ-মেরুন শিবিরের, হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়ের আফটার এফেক্ট। জামশেদপুর এফসি ২-১ গোলে হারিয়ে দেয় আন্তোনিও লোপেজ হাবাসের টিমকে।এই হার আইএসএলের লিগ টেবিলে সবুজ মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা, লিগ টেবিলে ৪ নম্বর পজিশন হারায়। নিজেদের পঞ্চম ম্যাচে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে এটিকে মোহনবাগান।

৬ ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের, দুই ড্র ম্যাচ, হারের মুখ ২ ম্যাচে,লিগ টেবিলে ছ’নম্বরে। হতাশ সবুজ মেরুন সমর্থকরা।

চলতি আইএসএলের ১১ তম রাউন্ডে এটিকে মোহনবাগানের হাতে পড়ে রয়েছে চার ম্যাচ। এই চার ম্যাচ ২১ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড, ২৯ ডিসেম্বর এফসি গোয়া, হায়দরাবাদ এফসি ৫ জানুয়ারি, ৮ জানুয়ারি ওডিশা এফসি।এই চার ম্যাচ থেকে জয় পেলেই এটিকে মোহনবাগান আবার আইএসএলের লিগ টেবিলের চার নম্বরে উঠে আসবে।আর এই উঠে আসার বেনিফিট তোলার দরজা খুলতে পারলে চলতি আইএসএলের ফাইনালে যাওয়ার একটা সুক্ষ রেখাপথ তৈরি হতে পারে।

কেননা আন্তোনিও লোপেজ হাবাস ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি ম্যাচের আগের দিন নিজের দলের পড়তি গ্রাফরেখা প্রসঙ্গে ২০১৯ আইএসেএলে চেন্নাইন এফসি’র পিছিয়ে থেকে ফাইনালে গিয়ে সেকেন্ড পজিশন উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। তাই ATKMB হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে সবুজ মেরুন সমর্থকদের অন্য অংশ এখনও আশাবাদী প্রিয় দল জয় পাবে এবং লিগ টেবিলে ৪ নম্বরে উঠে পাল্টা লড়াই ছুঁড়ে দেবে টুর্নামেন্টে অন্য টিমগুলোকে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss