ইতালিতে (Italy) প্রকাশ্যে ছুরির আঘাতে জখম হয়েছেন আর্সেনালের ডিফেন্ডার (Pablo Mari) পাবলো মারি। তিনি চিকিৎসাধীন। আঘাতের অংশে ছোট অপারেশন হয়েছে। তিনি আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল। Sports Star জানাচ্ছে, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। আঘাত গুরুতর নয়। চিকিৎসা চলছে। আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা জানান, মারির আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর […]
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Pablo Marí: শপিং মলে ছুরির আঘাতের রক্তাভ পাবলো মারির চিকিৎসা চলছে