🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Qatar WC: কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল, ব্লাটার ফাটালেন বোমা

By Entertainment Desk | Published: November 8, 2022, 8:04 pm

নানা বিতর্ক চলেছে কাতারে বিশ্বকাপ (Qatar WC) আয়োজন নিয়ে। এরমধ্য  প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের (Sepp Blatter) বিস্ফোরক দাবি, কাতার বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ছিল ভুল। ব্লাটারের মন্তব্যের পর বিশ্ব জুড়ে শোরগোল আয়োজক দেশ কাতার জুড়ে তীব্র আলোড়ন  কাতারে কাতারে দর্শকরা কাতারে আসা শুরু করেছেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট ব্লাটার এমন সময় বোমা ফাটালেন BBC জানাচ্ছে, ২০১০ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল, ব্লাটার ফাটালেন বোমা

Ad Slot Below Image (728x90)

নানা বিতর্ক চলেছে কাতারে বিশ্বকাপ (Qatar WC) আয়োজন নিয়ে। এরমধ্য  প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের (Sepp Blatter) বিস্ফোরক দাবি, কাতার বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ছিল ভুল।

  • ব্লাটারের মন্তব্যের পর বিশ্ব জুড়ে শোরগোল
  • আয়োজক দেশ কাতার জুড়ে তীব্র আলোড়ন 
  • কাতারে কাতারে দর্শকরা কাতারে আসা শুরু করেছেন
  • প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট ব্লাটার এমন সময় বোমা ফাটালেন

BBC জানাচ্ছে, ২০১০ সালের মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত হয়েছিল কাতার। তখন থেকেই বিভিন্ন বিতর্ক চলেছে। দুর্নীতিতে অভিযুক্ত হন তদানীন্তন ফিফা প্রেসিডেন্ট ব্লাটার। টানা ১৭ বছর প্রেসিডেন্ট থাকার পর নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি।  গত জুন মাসে সুইস আদালত তাঁকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

এদিকে ব্লাটার এক সুইস সংবাদপত্রে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়ে ভুল ছিল। তিনি বলেছেন, এটি একটি দেশ হিসেবে খুবই ছোট।  ফুটবল এবং বিশ্বকাপ এরচেয়ে অনেক বড়।

AFP জানাচ্ছে,  আগেও কাতারের গরম আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্লাটার। এর পর গরমে স্টেডিয়াম ও অন্যায় পরিকাঠামো বানানোতে নিযুক্ত শ্রমিকদের দুর্দশা নিয়ে বারবার বিতর্কে পড়েছে কাতার সরকার। প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল, ব্লাটার ফাটালেন বোমা

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles