11.3 C
London
Friday, March 31, 2023
Homeস্পোর্টস-স্পটরয় কৃষ্ণ'র গোলে জিতল ATK মোহনবাগান

Latest Posts

রয় কৃষ্ণ’র গোলে জিতল ATK মোহনবাগান

- Advertisement -

Sports desk: এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের ২৩মিনিটে লিস্টন কোলাসোর গোল।৫৬ মিনিটে রয় কৃষ্ণ’র গোল ATK মোহনবাগানের হয়ে,২-০ গোলের লিড সবুজ মেরুন শিবিরের।

এদিন ম্যাচে দুরন্ত ফিনিশারের ঝলক দেখা গেল রয় কৃষ্ণ থেকে। পুরনো ছন্দে কৃষ্ণা, এফসি গোয়ায় বিরুদ্ধে। সবুজ মেরুন সমর্থকরাও খুশি ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ ছন্দে ফিরে পেতে।

- Advertisement -

২৩ মিনিটে কোলাসোর বক্সের বাইরে থেকে মিষ্টি স্ট্রাইকে ATK মোহনবাগান ১-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ায় রয় কৃষ্ণ। ফতোদরা স্টেডিয়ামে অস্টম ম্যাচে চলতি আইএসএলে নতুন হেডকোচ হুয়ান ফেরান্দোর কোচিং ভোলবদল ATK মোহনবাগানের। অবশ্য ৮১ মিনিটে এফসি গোয়ায় হয়ে গোল অর্টিজ মেন্দোজার।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর বর্ষবরণ রাতের আগে রয় কৃষ্ণরা ২-১ গোলে এফসি গোয়ার বিরুদ্ধে জিতে সবুজ মেরুন সমর্থকদের হাতে নিউ ইয়ার সেলিব্রেশনের উপহার তুলে দিলেন।

৪-২-৩-১ এই ফর্মেশনে ATK মোহনবাগানের নতুন হেডকোচ হুয়ান ফেরান্দো ছক সাজিয়েছেন চলতি আইএসএলের মাঝে ছেড়ে আসা পুরনো দলের বিরুদ্ধে, এফসি গোয়া। অন্যদিকে ডেরেক পেরেরা ৩-৪-১-২ ছক মোহনবাগানের বিরুদ্ধে।

ডিফেন্সে তিরি,আশুতোষ মেহতা,প্রীতম কোটাল (অধিনায়ক) শুভাশিস বোস।দুই উইঙ্গার টাংড়ি এবং ম্যাকহিউ মিডফ্লিডার মনভীর সিং,বৌমাস ও কোলাসো আপফ্রন্টে রয় কৃষ্ণ। আর এফসি গোয়া জোড়া স্ট্রাইকার মেন্দোজা এবং মুরগাঙ্কর।নেমিল তৃতীয় সার্পোট প্লেয়িং স্ট্রাইকার, একটু নীচ থেকে। মিডফ্লিডারে গামা,রেবেলা,নোগুয়েরা, ফার্নান্দেজ এবং ডিফেন্সে ডোহলিং,ফক্স,গারিদো গঞ্জালেস। এমন ছকে একে অপরের বিরুদ্ধে ছক কষে শেষ হাসি হাসলো সবুজ মেরুন সমর্থকরা, বর্ষবরণ রাতের আগে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss