Rohit Sharma: টিম ইন্ডিয়ার কমান্ড রোহিত শর্মার হাতে

Sports Desk: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ইতিমধ্যেই বিদায় নিয়েছে সুপার ১২ নক আউট থেকে। বিরাট কোহলি দলের কম্যান্ড ছেড়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতের শেষ…

rohit-sharma

Sports Desk: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ইতিমধ্যেই বিদায় নিয়েছে সুপার ১২ নক আউট থেকে। বিরাট কোহলি দলের কম্যান্ড ছেড়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে জিতে। এবার বিসিসিআই টিম ইন্ডিয়ার কম্যান্ড তুলে দিল হিটম্যান রোহিত শর্মার (Rohit Sharma) হাতে।

নিউজিল্যান্ডের আসন্ন ভারত সফরে তিন টি টোয়েন্টি ম্যাচ এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। টি টোয়েন্টি ফর্ম্যাটের জম্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সচিব জয় শাহ মঙ্গলবার এক প্রেস বিবৃতি জারি করে ঘোষণা করেছেন, অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি নিউজিল্যান্ড বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১৬ জনের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

কিউইদের বিরুদ্ধে ১৬ জনের ভারতীয় দলে অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল(সহ অধিনায়ক),রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক), ইশান কিশান(উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার,যুজবেন্দ্র চাহল,রবিচন্দ্রন অশ্বিন,অক্ষর প্যাটেল, আভেশ খান,ভুবনেশ্বর কুমার, দীপক চাহর,হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে, রবি শাস্ত্রীর জায়গায়। কেননা শাস্ত্রীর কাজের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত ছিল।

টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ ফর্ম্যাটে ১৭ নভেম্বর প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, জয়পুরে। দ্বিতীয় ১৯ নভেম্বর রাঁচি এবং তৃতীয় এবং সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে ২১ নভেম্বর।

ইতিমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি দল ইডেন গার্ডেনের মাঠ এবং পরিকাঠামো খতিয়ে দেখেছে। দুই বছর পর ইডেন গার্ডেনে ক্রিকেট ফিরতে চলেছে রোহিত শর্মার কম্যান্ডে।