News Desk: আন্তর্জাতিক ক্রিকেট তারকা যখন ছিলেন তখনও যেরকম, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হয়েও একইরকম। বন্ধুর সঙ্গে আড্ডা মারেন তার দোকানেই। বন্ধু রবি দাস জুতো সেলাই করেন।
বাংলাদেশের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজা (Mashrafe Mortaza)। তারকা হলেও মাশরাফির বন্ধুসুলভ মনোভাব সেই আগের মতোই আছে। সময় পেলেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি।
নিজের শহর নড়াইল গেলে শহরের চৌরাস্তা মোড়ের বটগাছের নিচে বসে জুতে সেলাই করা বন্ধু রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন মাশরাফি। সংসদ সদস্য হওয়ার পরও তার সেই অভ্যাস বদলায়নি।
মাশরাফির সঙ্গে রবি দাসের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতো সেলাই করছেন একজন। তার পাশে বসে মাশরাফি বিন মোর্তাজা।
পরে জানা যায়, আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের বন্ধু রবি দাসের দোকানে হাজির ছিলেন মাশরাফি। তার চারপাশে ছড়ানো পুরোনো ছেঁড়া জুতো। তার পাশেই মাস্ক পরে বসে গল্প করছেন সংসদ সদস্য মাশরাফি।
মাশরাফির শৈশবের বন্ধু সুমন বলেন, মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।
ক্রিকেটার থেকে জাতীয় তারকা হওয়া বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক গত জাতীয় নির্বাচনে নিজ জেলা নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।