12.4 C
London
Thursday, March 30, 2023
Homeস্পোর্টস-স্পট'বক্সিং ডে' টেস্টেও বিরাট ব্যাট থেকে শতরান এল না

Latest Posts

‘বক্সিং ডে’ টেস্টেও বিরাট ব্যাট থেকে শতরান এল না

- Advertisement -

Sports desk: অধিনায়ক হিসেবে টেস্ট ফর্ম্যাটে বক্সিং ডে টেস্টেও শতরান পেলেন না। ব্যক্তিগত ১৮ রানের মাথায় মার্কো জ্যানসনের বলে ডি ককের গ্লাভসে ‘এজড’ অর্থাৎ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন।৩০ টি টেস্ট ম্যাচের পরেও ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে শতরান আসেনি।এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ঘটলো। যেখানে গোটা এক বছরের হিসেবে শতরান নেই।

যেভাবে বিরাট কোহলির ক্যাচ আউট সাইড এজড গিয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে গিয়ে জমা পড়ল তা দেখে লজ্জায় মুখ ঢাকা ছাড়া কোনও পথ খোলা নেই। একটা নির্ভেজাল আউট সুইংকে যেতে না দিয়ে ক্রিজে অতি সামান্য ফুটওয়ার্ক দিয়ে শরীরের থেকে দূরে ওই আউট সুইংকে খোঁচা দিতেই তা ডি ককের গ্লাভসে নেট অনুশীলনের ঢঙে জমা পড়ে যায়। ডি কককে কোনও বাড়তি ঝুঁকি নিতে হয়নি বিরাট এজড অর্থাৎ ক্যাচ গ্লাভসে বন্দী করতে। শুধুমাত্র বলের মুভমেন্টে চোখ রেখে বিরাট গ্লাভস বন্দী হয়। একপ্রকার ক্রিকেটের শিক্ষানবিশ আউটের ঢঙে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss