""
Sunday, September 25, 2022
Homeস্পোর্টস-স্পটVirat Kohli: বিড়ালের সঙ্গে কিং কোহলির খুনসুটির মুহুর্ত ভাইরাল

Latest Posts

Virat Kohli: বিড়ালের সঙ্গে কিং কোহলির খুনসুটির মুহুর্ত ভাইরাল

- Advertisement -

Sports desk: মঙ্গলবার ‘ইন্ডিয়ানক্রিকেটটিম’ ইনস্ট্রাগ্রাম হ্যাণ্ডেলে বিরাট কোহলি (Virat Kohli) বিড়ালের সঙ্গে খুনসুটির মুহুর্তের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে অজিঙ্কা রাহানেকে দেখা যাবে। দ্বিতীয় টেস্ট মুম্বই’তে আগামী ডিসেম্বরের ৩ তারিখ থেকে শুরু হচ্ছে। কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট টিমকে নেতৃত্ব দেবে।

- Advertisement -

ভারত ইতিমধ্যেই তিন ম্যাচের টি টোয়েন্টি হোম সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট-ওয়াশ করে দিয়েছে। চলতি সিরিজে দুই টেস্ট ম্যাচের প্রথমটি হবে কানপুরে। চলতি নভেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট অজিঙ্কা রাহানের নেতৃত্বতে,নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার ১২ স্টেজে ভারত ছিটকে যাওয়ার পর বিসিসিআই বিরাট কোহলি সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের অনুমতি দিয়েছিলেন।

এবার টানা ক্রিকেট খেলার (আইপিএলে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ) সমস্ত ধকল সামলে নিয়ে কিং কোহলি কানপুরে টিম ইন্ডিয়ার স্কোয়াডে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss