militants – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 19 Dec 2021 12:25:35 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png militants – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ১ জইশ জঙ্গি https://ekolkata24.com/uncategorized/jaish-militants-killed-in-a-gunfight-with-militants-in-kashmir Sun, 19 Dec 2021 12:25:35 +0000 https://ekolkata24.com/?p=15457 নিউজ ডেস্ক, শ্রীনগর: রবিবার সকালে ফের গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকাবাসীর। রবিবার জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish e Mohammed) এক জঙ্গি (Terrorist)।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর মেলে শ্রীনগরের (Srinagar) হারওয়ান অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই রবিবার ভোর রাতে সেনা ও পুলিশের এক যৌথবাহিনী অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে চালাতে পিছনের দিকে সরে যাওয়ার চষ্টা করে। কিন্তু তারা সেই সুযোগ পায়নি।

কারণ গোটা এলাকাটি ঘিরে রেখেছিল নিরাপত্তাবাহিনী। বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের গুলির লড়াই চলে। গুলি বিনিময় থামলে এলাকায় তল্লাশি শুরু করে বাহিনীর সদস্যরা। সে সময় এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়। মৃত জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য বলে পুলিশ জানিয়েছে। বাহিনীর অনুমান এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, গোটা এলাকা ঘিরে রেখে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিরা। অগাস্ট মাসে তালিবান কাবুলের দখল নেওয়ার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা বাড়বে। সেই আশঙ্কা মিলিয়ে দিয়ে ভূস্বর্গে জঙ্গিদের কার্যকলাপ অনেকটাই বেড়েছে। সম্প্রতি শ্রীনগরে পুলিশের বাসে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন তিন পুলিশ কর্মী। আহত হয়েছেন আরো ১৪ জন। এই হামলার পর উপত্যাকায় জুড়ে জোরকদমে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। সেই অভিযানে রবিবার সাফল্য মিলল।

]]>
BSF: তালিবান জঙ্গিরা চোরাপথে ভারতে অস্ত্র পাচার করতে পারে, আশঙ্কা বিএসএফের https://ekolkata24.com/uncategorized/bsf-fears-that-taliban-militants-could-smuggle-arms-into-india Wed, 01 Dec 2021 10:06:43 +0000 https://ekolkata24.com/?p=13001 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে সেদেশের সরকার ও মার্কিন বাহিনীর বিপুল অস্ত্র লুঠ করেছিল তালিবান জঙ্গিরা (Taliban terrorist )। জঙ্গিদের লুট করা সেই অস্ত্র চোরা পথে ভারতে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল বিএসএফ (BSF)।

বিএসএফের ডিজি পঙ্কজ সিং (Pankaj Singh) জানিয়েছেন, আফগানিস্তানে (Afganisthsn) জঙ্গি বাহিনীর সরকার গঠন ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগের। এই প্রথম বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী তালিবানদের বিপদের কথা স্বীকার করল।
বিএসএফের ডিরেক্টর জেনারেল পঙ্কজ সিং বলেন, এই মুহূর্তে আফগানিস্তানের ক্ষমতা ভোগ করছে তালিবান জঙ্গিরা। তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। যা ভারতের পক্ষে অত্যন্ত উদ্বেগের। কারণ ওই অস্ত্রশস্ত্র চোরাপথে ভারতে পাঠানো হতে পারে। জঙ্গিরা যাতে এভাবে ভারতে গোপনে অস্ত্র পাঠাতে না পারে তার জন্য ইতিমধ্যেই বাহিনীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সীমান্তে বাড়ান হয়েছে নিরাপত্তা বাহিনীর সংখ্যা।

পঙ্কজ সিং আরও বলেন, তালিবানের হাতে যে সমস্ত অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেগুলি তারা পাক মদতপুষ্ট জঙ্গিদের পাঠাতে চাইছে। আফগানিস্তানের ক্ষমতা দখল করতে তালিবানকে সব ধরনের মত জুগিয়েছে পাকিস্তান। তাই কৃতজ্ঞতাবশত এবার পাক মদতপুষ্ট জঙ্গিদের অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে তালিবান। তালিবান জঙ্গিরা ইতিমধ্যেই গোপনে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলেও ডিজি জানান। একই সঙ্গে তিনি বলেন, তালিবান জঙ্গিরা যাতে গোপনে ভারতে অস্ত্র পাচার করতে না পারে তার জন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয়েছে। বাড়ানো হয়েছে বাহিনীর সংখ্যা।

সম্প্রতি ভারত-পাক সীমান্তে বেশ কয়েকটি ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। এ প্রসঙ্গে বিএসএফের ডিজি বলেন, এখনও পর্যন্ত ভারত-পাক নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ৬৭ টি ড্রোনের দেখা মিলেছে। বেশির ভাগ ড্রোনই ছিল ছোট। সেগুলি অধিকাংশই চিনের তৈরি। এই ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র দুই পাঠানো হচ্ছে।

ডিজি আরও বলেন, ড্রোনের গতিবিধি আটকানোর জন্য ইতিমধ্যেই সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম লাগানোর কাজ শুরু হয়েছে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে ২৩০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় অ্যান্টি ড্রোন সিস্টেমের ব্যবস্থা করা অত্যন্ত খরচ সাপেক্ষ। সে কারণে বিকল্প কোনও পদ্ধতির কথা ভাবা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করতে সীমান্ত সংলগ্ন রাজ্যগুলির পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে বিএসএফের ডিজি জানান।

]]>
Kangana Ranaut: খলিস্তানি জঙ্গিদের মশার মতো পিষে মেরেছিলেন ইন্দিরা গান্ধী https://ekolkata24.com/uncategorized/kangana-ranaut-indira-crushed-the-khalistani-militants-like-a-mosquito Sun, 21 Nov 2021 08:08:06 +0000 https://ekolkata24.com/?p=11931 News Desk: কঙ্গনা রানাউত এবং বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কঙ্গনা মুখ খোলা মানেই নতুন বিতর্ক তৈরি হওয়া। আর সেই বিতর্কের জেরেই এবার কঙ্গনার (Kangana Ranaut) বিরুদ্ধে দায়ের হল আরও একটি মামলা।

কঙ্গনা ইনস্টাগ্রাম প্রোফাইল ফের একটি বিতর্কিত মন্তব্য পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি শিখ সম্প্রদায়কে খলিস্তানি (khalsthani) হিসেবে উল্লেখ করেছেন। কঙ্গনা বলেছেন, প্রধানমন্ত্রী থাকার সময় ইন্দিরা গান্ধী খলিস্তানি জঙ্গিদের মশার মতো পিষে মেরেছেন। বিতর্কিত এই মন্তব্যের জন্যই কঙ্গনার বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ।

শিরোমনি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা কঙ্গনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে দিল্লি শিখ গুরুদ্বার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করেই অভিনেত্রী এই মন্তব্য করেছেন। নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, বর্তমানে খলিস্তানিরা সরকারকে অত্যন্ত বিব্রত করে চলেছে। কিন্তু আমাদের একজন মহিলার কথা ভুলে গেলে চলবে না।

Kangana Ranaut

দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী এই খলিস্তানি জঙ্গিদের নিজের জুতোর তলায় পিষে মেরে ছিলেন। মশাকে পায়ের তলায় পিষে মারার মতোই ইন্দিরা খলিস্তানি জঙ্গিদের পিষে দিয়েছিলেন। যদিও এর পরিবর্তে তাঁকে প্রাণ দিতে হয়েছে সেটা ঠিক। কিন্তু তিনি দেশকে ভাগ হয়ে যেতে দেননি। আজও খলিস্তানি জঙ্গিরা ইন্দিরা গান্ধীর নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে।

ইন্দিরা গান্ধীর একটি ছবি দিয়ে কঙ্গনা আরও লেখেন, খালিস্তানিদের উত্থান এবং তার বিরুদ্ধে ইন্দিরা যে পদক্ষেপ করেছিলেন সেই ঘটনা খুব দ্রুত সকলের সামনে আসবে। সম্প্রতি এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর তৈরি ‘এমার্জেন্সি’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা। ওই ছবিতে ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টারের ঘটনাও রয়েছে বলে জানা গিয়েছে।

Kangana Ranaut

উল্লেখ্য, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই কঙ্গনা বিভিন্ন মন্তব্য পোস্ট করে থাকেন। যেগুলি বেশিরভাগই তীব্র বিতর্ক ছড়ায়। কয়েকদিন আগেই এই অভিনেত্রী বলেছিলেন, কংগ্রেস কখনও নেতাজি সুভাষচন্দ্র বসু (shuvas chandra) ও ভগৎ সিংকে (bhagat sing) যথাযথ সম্মান দেয়নি। অন্যদিকে গান্ধীকে সম্মান দেওয়া হলেও তাঁর ও আদর্শে কখনও কোনও দেশ স্বাধীন হতে পারে না। ১৯৪৭ সালে দেশ স্বাধীনতার (independence) নামে ভিক্ষা পেয়েছিল। দেশ প্রকৃত স্বাধীন হয়েছে ২০১৪ সালে।

]]>
Manipur attack: মণিপুর হামলায় জড়িত দুই জঙ্গি গ্রেফতার https://ekolkata24.com/uncategorized/two-militants-involved-in-manipur-attack-arrested Thu, 18 Nov 2021 09:32:05 +0000 https://ekolkata24.com/?p=11690 নিউজ ডেস্ক, ইম্ফল: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা চালানোর ঘটনায় জড়িত দুই জঙ্গি (terrorist) ধরা পড়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তাদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ধৃত দুই জঙ্গি জানিয়েছে, সেনা কনভয় আসার খবর পেয়েই মাইন পোঁতা হয়েছিল। শুধু তাই নয়, সেনারা যাতে প্রাণ নিয়ে ফিরে যেতে না পারে সে কারণেই বিস্ফোরণের (blast) পাশাপাশি চালানো হয়েছিল এলোপাথাড়ি গুলি।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মণিপুর পুলিশ ও অসম রাইফেলসের একটি দল তল্লাশি অভিযানে নামে। এই তল্লাশি অভিযানে বিষ্ণুপুর (bishnupur) জেলা থেকে পিপলস লিবারেশন আর্মির (pla) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। ধৃতকে জেরা করেই পূর্ব ইম্ফল (imphal) জেলা থেকে আর এক জঙ্গির সন্ধান মেলে। ইম্ফল থেকে ধৃত জঙ্গি কেসিপি (kcp) জঙ্গি সংগঠনের সদস্য। এর আগে চলতি মাসের ১৪ তারিখে কেসিপি গোষ্ঠীর দুই সদস্য গ্রেফতার হয়েছিল।

Mochina and mayanmar based militant

উল্লেখ্য, ১৩ নভেম্বর মণিপুরের চুড়াচাঁদপুরে অসম রাইফেলসের কনভয়ে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় অসম রাইফেলসের এক কম্যান্ডিং অফিসারের পরিবার-সহ সাতজনের মৃত্যু হয়েছিল।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে ধৃত দুই জঙ্গিকে জেরা চলছে। ইতিমধ্যেই ধৃত দুই জঙ্গি জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই সেনা কনভয়ে হামলা হয়েছিল। তাদের কাছে নির্দিষ্টভাবে খবর ছিল যে, ১৩ নভেম্বর ওই পথ দিয়ে অসম রাইফেলসের একটি কনভয় যাবে। তাই কনভয় যাওয়ার আগেই তারা মাটিতে একাধিক মাইন পুঁতেছিল। শুধু মাইন নয়, সেনাবাহিনীর সদস্যরা যাতে প্রাণ নিয়ে ফিরতে না পারে তার জন্য গুলি চালিয়েছিল জঙ্গিরা। ব্যাপারটা এতটাই আচমকা ঘটেছিল যে, জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায়।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, মণিপুর এবং সংলগ্ন এলাকায় আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা নতুন নয়। নাগাল্যান্ড, (nagaland) মণিপুরের (manipur) বেশ কিছু জঙ্গি সংগঠন বর্তমানে মায়ানমার সীমান্তের অভ্যন্তরে রীতিমতো জঙ্গি প্রশিক্ষণ পাচ্ছে বলে গোয়েন্দাদের (intelligence report) দাবি। মায়ানমারের অভ্যন্তরে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে সবধরনের মদত যোগাচ্ছে চিন। প্রশিক্ষণ দেওয়া ছাড়াও তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রও দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে।

]]>
Kashmir: রাতভর তল্লাশি অভিযান চালিয়ে হিজবুলের শীর্ষ কমান্ডারসহ খতম তিন জঙ্গি https://ekolkata24.com/uncategorized/hezbollahs-top-commander-and-three-militants-killed-in-kashmir Fri, 12 Nov 2021 03:30:26 +0000 https://ekolkata24.com/?p=11102 নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকেই কাশ্মীরের দু’টি জায়গায় চলছিল সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী।

মৃত তিন জঙ্গি হল আমির রিয়াজ (amir riyaj), শিরাজ মোলভি (siraj molvi) এবং ইওয়ার ভাট (ewar bhat)। রিয়াজ মুজাহিদিন গাজওয়াতুল হিন্দ নামে এক জঙ্গি সংগঠনের সদস্য। মৃত তিনজনের মধ্যে শিরাজ হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার। অপরজন সাধারণ সদস্য

পুলিশ কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কুলগামের চাওয়ালগামে (chawalgam) তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ (crpf) ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। রাতভর প্রবল সংঘর্ষের পর শুক্রবার ভোরে তিন সন্ত্রাসবাদী খতম হয়। মৃত তিন জঙ্গির মধ্যে রিয়াজ লেথপোড়ায় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে শিরাজ মোলভি কাশ্মীরে একাধিক খুনের ঘটনায় যুক্ত। শিরাজ হিজবুল মুজাহিদিনের জেলা কমান্ডার ছিল। শিরাজের কাজছিল জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করা। শিরাজের মৃত্যুতে কুলগাম (kulgam) জেলায় হিজবুলের (hijbul) সংগঠন বড় ধাক্কা খেল বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর অনুমান, এখনও ওই এলাকায় বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে আছে তাই গোটা এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসবাদীরা তাদের পরিকল্পনায় কিছুটা বদল আনে। নিরাপত্তা বাহিনীর বদলে তারা সাধারণ মানুষকে নিশানা করতে শুরু করে। বিশেষত অকাশ্মীরি ও পরিযায়ী শ্রমিকদের উপর বেশি করে আঘাত হানতে শুরু করে জঙ্গিরা। এ ঘটনায় গত এক মাসে ১২ জন অকাশ্মীরির মৃত্যু হয়েছে। জঙ্গিদের এই পরিকল্পনা কেন্দ্রকে নতুন করে উদ্বেগে ফেলে। তাই জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই তল্লাশি অভিযানেই মিলল সাফল্য। ইতিমধ্যেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আসন্ন শীতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শীতের আগে পাকিস্তানের দিক থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার (bijay kumar) জানিয়েছেন, শিরাজের মৃত্যু নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

]]>
কাশ্মীরে ২ বিহারী শ্রমিককে গুলি করে হত্যা করল পাক-মদতপুষ্ট জঙ্গিরা https://ekolkata24.com/uncategorized/pak-backed-militants-shot-dead-two-bihari-workers-in-kashmir Sun, 17 Oct 2021 17:15:30 +0000 https://www.ekolkata24.com/?p=8043 নিউজ ডেস্ক, শ্রীনগর: গোয়েন্দা বাহিনী কয়েকদিন আগেই এক সতর্কবার্তায় জানিয়েছিল, কাশ্মীরে সাধারণ মানুষ ও অকাশ্মীরিদের নিশানা করছে জঙ্গিরা। সেই সতর্কবার্তা মিলিয়ে দিয়ে মাত্র ১০ দিনের মধ্যে কাশ্মীরে ১১ জন নিরীহ মানুষকে খুন করল জঙ্গিরা।

শুধু তাই নয়, জঙ্গিদের হাতে খুন হওয়াদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্য থেকে কাশ্মীরে এসেছিলেন। রবিবার সন্ধ্যায় কুলগামের ওয়ানপোহ এলাকায় আচমকাই ভিন রাজ্যের কয়েকজন শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। একজন গুরুতর জখম হয়েছেন। হতাহতেরা সকলেই বিহারের বাসিন্দা।

এর আগে শুক্রবার শ্রীনগরে এক বিহারী ফুচকা বিক্রেতাকে গুলি করে মেরে ছিল জঙ্গিরা। পাশাপাশি পুলওয়ামায় উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রিও জঙ্গিদের হাতে খুন হয়। এ দিনের ঘটনার পর এক বিশাল পুলিশবাহিনী ও সেনা ঘটনাস্থলে গিয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

ঘটনার জেরে ভিন রাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কাশ্মীর পুলিশ। উপত্যকার বিভিন্ন এলাকায় থাকা শ্রমিকদের অবিলম্বে সেনা ছাউনি, সিআরপিএফ ক্যাম্প বা স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে শ্রমিকদের স্থানীয় থানা বা সেনা শিবিরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কাশ্মীরে ‘হরকত ৩১৩’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি টের পাওয়া গিয়েছে। কাশ্মীরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই জঙ্গিগোষ্ঠী, এমনটাই দাবি গোয়েন্দাবাহিনীর। গত কয়েকদিন ধরে কাশ্মীরে নিরীহ মানুষ খুনের ঘটনায় জড়িত রয়েছে হরকত ৩১৩। এই জঙ্গিগোষ্ঠীকে সরাসরি হাক্কানী গোষ্ঠীর সদরদফতর মিরানশাহ থেকে পরিচালনা করা হয় বলে গোয়েন্দাদের ধারণা। এই জঙ্গিগোষ্ঠীর উপর বিশেষ প্রভাব রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ইলিয়াস কাশ্মীরির।

পাশাপাশি এই জঙ্গিগোষ্ঠীর পিছনে পুরোদস্তুর মত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। তবে আইএসআই সরাসরি নয়, তালিবানের মাধ্যমে হরকত ৩১৩ জঙ্গিগোষ্ঠীকে সব ধরনের মদত জুগিয়ে চলেছে। তাদের মূল লক্ষ্য হল কাশ্মীর-সহ গোটা ভারতে হরকতকে- ৩১৩ কে দিয়ে নাশকতা চালানো। এর মূল উদ্দেশ্য হল, ভারতীয় সেনাদের বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখে সেই সুযোগে লস্কর জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়া।

]]>
পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার যেতে পারে জঙ্গিদের হাতে, আশঙ্কায় কাঁপছে দুনিয়া https://ekolkata24.com/uncategorized/pakistans-stockpile-of-nuclear-weapons-could-fall-into-the-hands-of-militants Mon, 11 Oct 2021 11:00:28 +0000 https://www.ekolkata24.com/?p=7307 অনলাইন ডেস্ক: আফগানিস্তানে চলতি পরিস্থিতিতে এমনিতেই গোটা বিশ্বে যথেষ্ট অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন এক বিপদের সম্মুখীন হয়েছে গোটা দুনিয়া। আশঙ্কা করা হচ্ছে, এবার পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার জঙ্গিদের দখলে চলে যেতে পারে। পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খানের মৃত্যুর পরেই এই নতুন আশঙ্কা তৈরি হয়েছে।

জঙ্গিদের হাতে যদি পরমাণু অস্ত্র চলে যায় তবে সেটা গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। গোটা দুনিয়া পাকিস্তানকে চেনে। সে কারণেই কাদির খানের মৃত্যুর পর পরমাণু অস্ত্রের ভাণ্ডার জঙ্গিদের কাছে চলে যাওয়ার আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হয়েছে। কাদির খান শুধু একজন প্রতিভাধর পরমাণু বিজ্ঞানী ছিলেন না, তিনি দেশের পরমাণু অস্ত্র যাতে নিরাপদ এবং সুরক্ষিত থাকে তার জন্য আজীবন কাজ করে গিয়েছেন। কিন্তু কাদির খানের মৃত্যুর পর পাক পরমাণু অস্ত্র ভাণ্ডার এবং পরমাণু কর্মসূচি এবার আইএসআই নিজেদের হাতে তুলে নিতে পারে। সে ক্ষেত্রে পরমাণু অস্ত্রের ভাণ্ডার আইএসআইয়ের হাত ঘুরে জঙ্গিদের কাছে যেতে পারে বলে আশঙ্কা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে পাকিস্তান প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম দিন থেকেই আন্তর্জাতিক মহল পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। কারণ বিশ্বের কোন দেশই পাকিস্তানকে কখনও বিশ্বাস যোগ্য বলে মনে করে না। পাকিস্তানের রাষ্ট্রনীতি হল, জঙ্গি সংগঠনকে মদত দেওয়া। নিজেদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং তারা যাতে নিরাপদে বিভিন্ন দেশে নাশকতা চালাতে পারে তার ব্যবস্থা করে দেওয়া।

সম্প্রতি আমেরিকার একটি প্রথম সারির সংবাদপত্রে বলা হয়েছে, বিশ্বে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত কমপক্ষে ১২ টি জঙ্গি সংগঠন নিরাপদেই পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

এই মুহূর্তে পাকিস্তানের হাতে ১৬৫ টি পরমাণু বোমা আছে। প্রয়াত বিজ্ঞানী কাদির খান বরাবরই পরমাণু অস্ত্রকে সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন। কিন্তু সেই কাদির খান আর নেই। অন্যদিকে আফগানিস্থানে ক্ষমতায় এসেছে পাকিস্তানের বন্ধু তালিবান। তারপরেই পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সুরক্ষা আরও কমেছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এই মুহূর্তে তালিবানদের সম্পূর্ণ মদত দিচ্ছে ইসলামাবাদ। পাকিস্তান যে তালিবানের হাতেও পরমাণু বোমা তুলে দেবে না তার কোনও নিশ্চয়তা নেই। যে কারণে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে আমেরিকা-সহ এক অজানা আশঙ্কায় কাঁপতে শুরু করেছে।

]]>
বাংলাদেশি বংশোদ্ভূত ISIS জঙ্গি শামীমা এখন ফ্যাশন পোশাকে, লন্ডনে ফিরতে মরিয়া https://ekolkata24.com/uncategorized/isis-militant-shamima-begum-makes-appeal-to-return-to-uk Thu, 16 Sep 2021 07:48:37 +0000 https://www.ekolkata24.com/?p=4747 নিউজ ডেস্ক: খোলা পোশাকে বাংলাদেশি বংশোদ্ভূত আত্মসমর্পণকারী আইএস জঙ্গি শামীমা বেগম। লন্ডনের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে শামীমার দাবি, ‘আমি যদি কোনও অপরাধ করে থাকি, সেটি হচ্ছে আইএসে যোগ দেওয়ার মতো বোকামি করা।’ এই ছবি হয়েছে ভাইরাল। নেটিজেনদের দাবি, ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা ক্রমাগত নাটক করে চলেছে।

Shamima Begum

ছাত্রী শামীমা ও জঙ্গি শামীমা

ইসলামিক স্টেটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় চলে যায় শামীমা। তার লন্ডন ত্যাগের ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চার বছর পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে তাকে উদ্ধার করা হয়।

ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় সেনা অভিযানে সংগঠনটির মূল ঘাঁটি ভেঙে দেওয়া হয়। জঙ্গি শমীমার খোঁজ মেলে সিরিয়ায়। তার জঙ্গি স্বামী ও সন্তানরা মৃত। ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা বারবার আবেদন জানাচ্ছে।

Shamima Begum

লন্ডন থেকে সিরিয়া পালানোর মুহূর্তে শামীমা।

ব্রিটেন সরকারের তরফে শামীমাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা সরাসরি সেই আবেদন নাকচ করেছে। তবে শামীমা জানায়, সে বাংলাদেশি বংশোদ্ভূত হলেও বাংলাদেশে আর ফিরতে চায় না।

টি়ভি অনুষ্ঠানে প্রায় আধঘণ্টার সাক্ষাৎকারে শামীমা বেগম জানায়, কী করে লন্ডন থেকে পালিয়ে গিয়ে আইএসে যোগ দিয়েছিল। সেখানে তার জীবন এবং কেন এখন আবার ব্রিটেনে ফিরে আসতে চায়। বোরখা ফেলে একেবারে খোলামেলা পোশাক পরে সাক্ষাতকার দিয়েছে শামীমা।

]]>
তালিবানদের হয়ে যুদ্ধ করতে আফগানের পথে বাংলাদেশি জঙ্গিরা: পুলিশ কমিশনার https://ekolkata24.com/uncategorized/bangladeshi-militants-on-their-way-to-afghanistan-to-fight-for-taliban-police-commissioner Sat, 14 Aug 2021 15:29:50 +0000 https://www.ekolkata24.com/?p=2404 নিউজ ডেস্ক: তালিবানদের প্রতি আবার দরদ উথলে উঠল বাংলাদেশে ঠাঁই নেওয়া জঙ্গিদের৷ তালিবানদের হয়ে যুদ্ধে করায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে আফগানিস্তান যাওয়া পথে কিছু মানুষ ভারতে ধরা পড়েছে৷ আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছনোর চেষ্টা করছে। শনিবার এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

Read More: ‘চলেন আফগান যাই’- বাংলাদেশে অনলাইন তালিবান আমন্ত্রণে চাঞ্চল্য

আগামিকাল ১৫ আগষ্ট দেশে শোক দিবসের অনুষ্ঠানস্থল ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয় দেখতে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি)৷ পর্যবেক্ষণ শেষে এদিন সকালে পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেছেন, অনলাইনে জঙ্গিরা কর্মী সংগ্রহ ও উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে৷ সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তালিনের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানান হয়েছে। আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে তালিবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছে। তিনি আরও জানান, সাইবার ওয়ার্ল্ড ডিএমপিসহ সরকারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর রয়েছে।

DMP chief: Some Bangladeshis have left the country to join Taliban

Read More: ব্যাকফুটে আফগান সরকার, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হল তালিবানদের

শফিকুল ইসলাম আরও জানান, ‘গত বৃহস্পতিবার জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে বোমা বিশেষজ্ঞ। অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিত। নারায়ণগঞ্জে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে৷ সেটাও তাঁর সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা। এএ মাসে উল্লেখযোগ্যভাবে বেশ কিছু জঙ্গি বা নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নেই, সেটা বলা যায়। কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি, যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা জঙ্গি হামলাগুলি করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে, তাদের প্রধান কাজই হল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে আসা। প্রতিটা ঘটনা ঘটিয়েই তাদের আন্তর্জাতিক মিডিয়ায় আসতে চায়। এক্ষেত্রে ১৫ অগস্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ১৫ অগস্টের ভেন্যুর আশপাশে না হোক, তার থেকে দুই কিলোমিটার দূরেও যদি বোমা ফাটাতে পারে, তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে। এদিক বিবেচনা করে তারা চেষ্টা করছে। কিন্তু যে গ্রুপ ডেভেলপ করে উঠছিল, সেই পুরো ট্র্যাক ধরা পড়ে গিয়েছে। পুলিশে আশঙ্কা রয়েছেই৷ কিন্তু এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে পুলিশ সর্তক আছে৷

]]>
গত ২৪ ঘণ্টায় আফগান সেনা অভিযানে খতম ২৬৯ তালিবান জঙ্গি https://ekolkata24.com/uncategorized/in-afghanistantaliban-militants-killed-in-encounter-with-security-forces Sun, 25 Jul 2021 07:42:54 +0000 https://www.ekolkata24.com/?p=1295 নিউড ডেস্ক: আফগানিস্তানের ১৩টি প্রদেশে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৬৯ তালিবান জঙ্গি নিহত হয়েছে৷ এই খবর দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক।

মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্‌খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালান হয়।

এই অভিযানে ১৭৬ তালিবানি আহত হয়েছে। এ সময় সেনাবাহিনী তালিবানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালিবান।

এদিকে আফগানিস্তানের শতকরা ৯০ ভাগ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালিবান করেছে, তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। ওই মন্ত্রকের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলো তালিবানের কাছ থেকে একের পর এক পুনরুদ্ধার করা হচ্ছে।

আফগানিস্তানের হেরাত প্রদেশ থেকে পাওয়া অন্য এক খবরে জানা গিয়েছে, সেখানকার কারাখ জেলায় তালিবানের একটি বড় ধরনে অভিযান প্রতিহত করেছে সেনাবাহিনী। শুক্রবার জেলাটি তালিবানের হাত থেকে পুনরুদ্ধার করেছে আফগানিস্তানের সরকারি সৈন্যরা।

]]>