🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

কম দামে এবার পকেটে নয়া লুকে নোকিয়া G20

By Entertainment Desk | Published: July 7, 2021, 9:14 pm
Phone
Ad Slot Below Image (728x90)

নিজেকে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়ে ভারতের বাজারে এলো নোকিয়ার নতুন এই স্মার্ট ফোন। আপাতত ২টি রঙে এবং একটিই র‍্যাম ও স্টোরেজের কনফিগারেশনে লঞ্চ হয়েছে নোকিয়া জি২০। একবার চার্জ দিলে নোকিয়ার এই ফোন টানা তিন দিন চলতে পারে বলে দাবী এই সংস্থার। খুব সুন্দর লুক এর পাশাপাশি ফোনটি বাজেট ফ্রেন্ডলি।

নোকিয়া জি২০ ফোনের ফিচার

১. ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এখানে রয়েছে একটি নচ ডিজাইন যার মধ্যে রয়েছে সেলফি ক্যামেরা।

২. নোকিয়া জি২০ তে রয়েছে octa – core Media Tek Helio G35 প্রসেসর।

৩. ২টি ন্যানো সিম এর সঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ সফটওয়ারের সাহায্যে পরিচালিত হবে।

৪. 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই ফোনটি। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

৫. এই ফোনটিতে রয়েছে মোট ৪ টে ক্যামেরা। একটি ৪৮ মেগা পিক্সেলের প্রাইমারি সেনসর, একটি 5 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের এর ম্যাক্রো শুটার, এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর । এর পাশাপাশি ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি সেলফি শুটার।

৬. এই ফোনের ব্যাটারি ৫০৫০ MAH। তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট ও type-c চার্জার।

৭. নোকিয়ার এই ফোনের ওজন ১৯৭ গ্রাম। এছাড়াও এই ফোনে রয়েছে একটি IPX2 build।

৮. নোকিয়া G২০ ফোনের দাম

নোকিয়া জি২০ ফোন ভারতের বাজারে ৪ জিবি র‍্যাম ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এই স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম ১২,৯৯৯ টাকা।

আগামী ১৫ ই জুলাই থেকে এই ফোন কেনা যাবে। এর পাশাপাশি নোকিয়া জি২০ ফোনের প্রি-বুকিং শুরু হবে ৭ ই জুলাই থেকে। অ্যামাজন এবং নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে বুকিং করা যাবে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles