নিউজ ডেস্ক: ভালোবেসে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিতেই শোরগোল। আর উপহার পেয়ে বাংলাদেশি সাংবাদিকের ডাক্তার স্ত্রীর এখন আনন্দে মাটিতে যেন পা পড়ছে না।
বাংলাদেশি সাংবাদিক এম ডি অসীম। তিনি খুলনার বাসিন্দা। স্থানীয় বেসরকারি একটি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির দলিল তুলে দেন অসীম।
স্ত্রীকে ভালোবেসে আকাশের চাঁদ এনে দেওয়ারও প্রতিজ্ঞা অনেকে করেন। আমি স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে এক টুকরো জমি কিনে দিতে পেরে আমি খুব খুশি। তিনি বলেন, স্ত্রীকে কথা দিয়েছিলাম কোনো এক বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক করব।
এম ডি অসীম জানান, গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। এই ঘটনা জানতে পেরে, আমিও বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এই জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷ সেটি স্ত্রীর হাতে তুলে দিয়েছি।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয় অসীম ও ইসরাতের। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবন। তাঁদের এক পুত্র আছে। স্ত্রী ইসরাত টুম্পা বলেন, চাঁদে জমি পেয়ে আমি খুব খুশি। আমি ভাবতেও পারিনি স্বামী আমাকে এমন একটি বিশেষ উপহার দেবেন।
‘লুনার অ্যাম্বাসি’ দেওয়া তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার।