নিউজ ডেস্ক: রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়ার পর আইকোর মামলায় এবার মদন মিত্রকে তলব করল সিবিআই। যদিও একা মদন নয়, তাঁর বড় ছেলে স্বরূপ মিত্রকেও একই মামলায় তলব করা হয়েছে। আইকোর মামলায় আগে ইডি-র জেরার মুখোমুখি হয়েছিলেন স্বরূপ।
আরও পড়ুন ‘এক ভাঁড় ১৫ লক্ষ টাকা’, মোদীকে ঠুঁকলেন চা-বিক্রেতা মদন
সিবিআই সূত্রে জানা গিয়েছে, আজই মদন মিত্রকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে মদন-পুত্র স্বরুপ মিত্রকে। যদিও কামারহাটির তৃণমূল বিধায়ক আজ সিজিও-তে যাবেন কিনা তা এখনও জানা যায়নি। মদন জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত সিবিআই এর তরফ থেকে কোনও নোটিস আমি পাইনি। নোটিস পেলে তদন্তে সহযোগিতা করব।”
আরও পড়ুন কয়লাকাণ্ডে ইডির জেরা শেষে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
আইকোর কাণ্ডে সিবিআইয়ের হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে। যেখানে দেখা গিয়েছে,সংস্থার কর্ণধার অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরই রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। কিন্তু পার্থ সিবিআই-কে জানিয়েছিলেন, ভবানীপুর উপনির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না। এর পর সিবিআই আধিকারিকরা শিল্প দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন পার্থকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকেও। খাদ্য ভবনে গিয়ে তাঁকে জেরা করে সিবিআই গোয়েন্দারা।