🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Hiran Chatterjee controversy: অভিষেক-হিরণ কথোপকথন প্রকাশ্যে আনার হুঁশিয়ারি বিধায়কের

By Political Desk | Published: January 30, 2023, 1:42 pm

Hiran Chatterjee Controversy: খড়গপুরের বিজেপি বিধায়কের (Hiran Chatterjee) দলবদল ইস্যুতে ফের নতুন মোড়। এবার তৃণমূল বিধায়কের তরফে এলো হুঁশিয়ারি বার্তা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hiran Chatterjee controversy: অভিষেক-হিরণ কথোপকথন প্রকাশ্যে আনার হুঁশিয়ারি বিধায়কের

Ad Slot Below Image (728x90)

Hiran Chatterjee Controversy: খড়গপুরের বিজেপি বিধায়কের (Hiran Chatterjee) দলবদল ইস্যুতে ফের নতুন মোড়। এবার তৃণমূল বিধায়কের তরফে এলো হুঁশিয়ারি বার্তা।

Hiran Chatterjee Controversy: খড়গপুরের বিজেপি বিধায়কের (Hiran Chatterjee) দলবদল ইস্যুতে ফের নতুন মোড়। এবার তৃণমূল বিধায়কের তরফে এলো হুঁশিয়ারি বার্তা। কে ঠিক বলছেন? তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নাকি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তা নিয়ে বিতর্ক তুঙ্গে।

বিজেপি বিধায়ক হিরণের দাবি তিনি দল বদলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেননি। যে ছবি ছড়িয়েছে সেটিতে প্রযুক্তিগত কারিকুরি করা হয়েছে। ওই ছবি ভুয়ো। তিনি বলেছেন, অভিষেকের সঙ্গে কোনও আলাপ হয়নি। তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে দেন। পরে স্পষ্ট করেছিলেন তিনি বিজেপিতেই রয়েছেন।

সোমবার আরও একবার এই বিতর্কে মুখ খুললেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি হিরণকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাড়াবাড়ি করেন তাহলে অভিষেকের অফিসে উনি যা যা বলেছেন সব কথোপকথন প্রকাশ্যে নিয়ে আসব। এমনকি আমি কি বলেছিল সবটাই প্রকাশ্যে নিয়ে আসব। এক ঘণ্টা কুড়ি মিনিট কথা হয়েছে। তার পরেও যদি এও বলে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে তাহলে উনি কোর্টে চ্যালেঞ্জ করবেন।

এদিকে দাসপুরের এক সভায় যোগ দিতে এসে হিরণ বলেন, তৃণমূল এত নিচে নেমে গেছে যে রাজনীতি করার জন্য হিরণের ছবির দরকার হচ্ছে। এরপরে ভিডিও নিয়ে আসবে। বিজেপি বিধায়ক আরও বলেন, সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের প্রযোজক, নাম নিচ্ছি না। যার আমি প্রচুর ছবি করেছি, তিনি মুখ্যমন্ত্রীর মনোনয়নের সময় পাশে গিয়ে সই করছেন। তাঁদের কী শিরদাঁড়া সোজা রয়েছে? তাঁরা আবার হিরণ চট্টোপাধ্যায়কে ডেকে কাজ দেবে? আমাকে বলেই দিয়েছিল। যেদিন জিতেছিলাম, বলা হয়েছিল তুই জিতেছিস অত্যন্ত খুশি। কিন্তু বুঝতেই তো পারছিস ভাই আমাকে করে খেতে হবে পশ্চিমবঙ্গে। আমি বাংলা সিনেমা বানিয়ে রিলিজ করব কী করে! যদি তৃণমূলের সাহায্য না পাই। ওরা বলেছে তোকে নিয়ে সিনেমা করলে রিলিজ করতে দেওয়া হবে না।

তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়। ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। আমি কাউকে চোর চোর বলতে পারব না। কারণ, সেই কালচার আমার মধ্যে নেই। কারও যোগ্যতা যদি না থাকে তাহলে তাকে কি প্রোডিউসার নিয়ে নেবে? উনি এমন কোনও নায়ক হয়ে যায়নি যে মানুষ ওকে নিয়ে মাতামাতি করবে। হিরণ ভদ্রতার সীমা পার করেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hiran Chatterjee controversy: অভিষেক-হিরণ কথোপকথন প্রকাশ্যে আনার হুঁশিয়ারি বিধায়কের

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles