🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

SSC Scam: সিবিআই সিজার লিস্টে দিলীপ ঘোষের নামে দলিল কেন? প্রবল বিব্রত বিজেপি

By Political Desk | Published: November 12, 2022, 8:20 am

নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে সিবিআই (CBI) সিজার লিস্টে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম (Dilip Ghosh) নিয়েই প্রবল শোরগোল। চরম অস্বস্তিতে বিজেপি। কেন লেখা হয়েছে এমন? সিবিআই সিজার লিস্ট অনুসারে দিলীপ ঘোষের বাড়ির দলিল মিলেছে এসএসসি দুর্নীতির টাকা লেনদেনের দালাল প্রসন্ন রায়ের ঘরে।  আদালতে এই সিজার লিস্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তে নেমে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন SSC Scam: সিবিআই সিজার লিস্টে দিলীপ ঘোষের নামে দলিল কেন? প্রবল বিব্রত বিজেপি

Ad Slot Below Image (728x90)

নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে সিবিআই (CBI) সিজার লিস্টে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নাম (Dilip Ghosh) নিয়েই প্রবল শোরগোল। চরম অস্বস্তিতে বিজেপি। কেন লেখা হয়েছে এমন?

সিবিআই সিজার লিস্ট অনুসারে দিলীপ ঘোষের বাড়ির দলিল মিলেছে এসএসসি দুর্নীতির টাকা লেনদেনের দালাল প্রসন্ন রায়ের ঘরে। 

আদালতে এই সিজার লিস্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তে নেমে প্রসন্নর নিউটাউন আবাসন থেকে পাওয়া সবকিছুর তালিকা জমা দিয়েছে সিবিআই। সেই তালিকারই ৮ নম্বরে লেখা আছে প্রসন্নর বাড়ি থেকে মিলেছে দিলীপ কুমার ঘোষের নামের দলিল।

ওই দলিল অনুসারে একটি জমি কেনা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শৌভিক মজুমদারে কাছ থেকে দিলীপ ঘোষ সেই জমি কিনেছেন। আর জমি কেনার দলিলের ডিড মিলেছে এসএসসি দুর্নীতির দানাল প্রসন্নর বাড়িতে।

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও এসএসসি দুর্নীতির দালাল প্রসন্নর মধ্যে কী সম্পর্ক?

দিলীপ ঘোষ বলেছেন, এক সময়ে ওই আবাসনে তিনি থাকতেন। প্রসন্ন কী কাজ করেন জানা ছিল না। বিদ্যুতের সংযোগ সংক্রান্ত বিষয়ের জন্য দলিলটি তিনি দিয়েছিলেন প্রসন্নকে।

কী কাজ করেন সেটা না জেনেই একজনকে দলিল দেওয়া সম্ভব? দিলীপ ঘোষের দিকে ঘুরে আসছে এমন প্রশ্ন।

সম্প্রতি এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা আদালতে চিৎকার করে বলেছিলেন, সিবিআই সিজার লিস্ট কেন আদালতে জমা দিচ্ছে না। এবার সিবিআই সিজার লিস্টে লেখা হলো কোটি কোটি টাকা লেনদেনের দালাল প্রসন্নর বাড়িতে দিলীপ ঘোষের নামে দলিল মিলেছে!

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন SSC Scam: সিবিআই সিজার লিস্টে দিলীপ ঘোষের নামে দলিল কেন? প্রবল বিব্রত বিজেপি

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles